Next CJI Appointment: দেশের পরবর্তী প্রধান বিচারপতি নিযুক্ত ভূষণ রামকৃষ্ণ গাভাই
Supreme Court: সুপ্রিম কোর্টে ২০১৯ সালের ২৪ মে নিয়োগ করা হয়েছিল গাভাইকে। প্রধান বিচারপতি হিসাবে তাঁর অবসর নেওয়ার কথা ২০২৫-এরই ২৩ নভেম্বর।

নয়াদিল্লি : বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে দেশের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ১৪ মে থেকে তিনি দায়িত্ব নেবেন। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লিখেছেন, ভারতীয় সংবিধানের দেওয়া ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে ভারতের প্রধান বিচারপতি নিযুক্ত করতে পেরে আনন্দিত। ১৪ মে ২০২৫ থেকে তাঁর কার্যকাল শুরু হবে।
সঞ্জীব খান্নার মেয়াদ শেষ হতেই দায়িত্বভার তুলে নেবেন বিচারপতি বিআই গাভাই। তিনি হবেন দেশের ৫২ তম প্রধান বিচারপতি। এর আগে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে গাভাইয়ের নাম কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে সুপারিশ করেছিল। আগামী ১৩ মে অবসর নিতে চলেছেন বিচারপতি খান্না।
সুপ্রিম কোর্টে ২০১৯ সালের ২৪ মে নিয়োগ করা হয়েছিল গাভাইকে। প্রধান বিচারপতি হিসাবে তাঁর অবসর নেওয়ার কথা ২০২৫-এরই ২৩ নভেম্বর।
কে বিচারপতি গাভাই ?
১৯৬০ সালের নভেম্বর মাসে মহারাষ্ট্রের অমরাবতীতে জন্ম । ১৯৮৫ সালের মার্চ মাসে আইনি পেশায় কেরিয়ার শুরু করেন বিচারপতি গাভাই। প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ও হাই কোর্টের বিচারপতি প্রয়াত ব্যারিস্টার রাজা এস ভোঁসলের সঙ্গে কেরিয়ারের শুরু দিকে কাজ করেন তিনি। শুরুর দিকে, নাগপুর ও অমরাবতী পৌর নিগমের স্ট্যান্ডিং কাউন্সেল হিসাবে কাজ করেছেন। অমরাবতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও জড়িয়ে ছিলেন। তিনি বিদর্ভ অঞ্চল জুড়ে স্থানীয় সংস্থা এবং কাউন্সিলের প্রতিনিধিত্বও করেছিলেন।
বিচারপতি গাভাই ১৪ নভেম্বর, ২০০৩ সালে বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব নেন এবং ২০০৫ সালের ১২ নভেম্বর স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। তাঁর কার্যকালে, তিনি মুম্বই, নাগপুর, ঔরঙ্গাবাদ এবং পানাজি সহ একাধিক বেঞ্চে মামলা দেখভাল করেছেন। এহেন বিচারপতি গাভাই দলিত সম্প্রদায় থেকে দেশের দ্বিতীয় প্রধান বিচারপতি হতে চলেছেন। এর আগে এই দায়িত্বে ছিলেন বিচারপতি কেজি বালাকৃষ্ণন । যিনি ২০১০ সালে প্রধান বিচারপতি হিসাবে অবসর নেন।
সুপ্রিম কোর্টে একাধিক ঐতিহাসিক মামলার রায়ে যুক্ত ছিলেন বিচারপতি গাভাই। ২০১৬ সালে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নোটবন্দির সিদ্ধান্ত বহাল রাখা থেকে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করার যে রায় আসে, তার অংশ ছিলেন। অতি সম্প্রতি বুলডোজার শাসন নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দেয়, সেই বেঞ্চেও ছিলেন বিচারপতি গাভাই। রাতারাতি মহিলা, শিশু, বয়স্কদের রাস্তায় এনে দাঁড় করানো নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করা হয় ওই মামলায়।






















