Droupadi Murmu: 'উপরাষ্ট্রপতিকে যেভাবে উপহাস করা হয়েছে তাতে আমি ব্যথিত,' তীব্র নিন্দা রাষ্ট্রপতির
Droupadi Murmu On Jagdeep Dhankhar: জনপ্রতিনিধিদের অভিব্যক্তি মর্যাদা ও সৌজন্যপূর্ণ হওয়া উচিত বলে উল্লেখ করেছেন তিনি।
নয়াদিল্লি: উপরাষ্ট্রপতিকে উপহাস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ঘটনায় তীব্র নিন্দা রাষ্ট্রপতির। উপহাসের ঘটনায় ব্যথিত বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেলন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। জনপ্রতিনিধিদের অভিব্যক্তি মর্যাদা ও সৌজন্যপূর্ণ হওয়া উচিত বলে উল্লেখ করেছেন তিনি।
তীব্র নিন্দা রাষ্ট্রপতির: বিরোধীদের সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে সংসদ চত্বরে নকল অধিবেশন হয়। মকর দ্বারে ধর্নায় যোগ দিয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে নকল করে দেখিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের অঙ্গভঙ্গি দেখে হাসির রোল ওঠে। রাহুল গাঁধীকে ভিডিও করতে দেখা যায়। যা নিয়ে রাজ্যসভায় কড়া সমালোচনা করেন জগদীপ ধনকড়। এবার এনিয়ে তীব্র নিন্দা করলেন দেশের রাষ্ট্রপতি। এদিন এক্স হ্যান্ডলে দ্রৌপদী মুর্মু লিখেছেন, 'সংসদ চত্বরে উপরাষ্ট্রপতিকে যেভাবে উপহাস করা হয়েছে তাতে আমি ব্যথিত। নির্বাচিত জনপ্রতিনিধিদের বাক্ স্বাধীনতা নিশ্চয়ই আছে। কিন্তু তাঁদের অভিব্যক্তি অবশ্যই মর্যাদা ও সৌজন্যপূর্ণ হওয়া উচিত। সেটাই সংসদীয় পরম্পরা, দেশের মানুষও সেটাই প্রত্যাশা করে।'
I was dismayed to see the manner in which our respected Vice President was humiliated in the Parliament complex. Elected representatives must be free to express themselves, but their expression should be within the norms of dignity and courtesy. That has been the Parliamentary…
— President of India (@rashtrapatibhvn) December 20, 2023
সাসপেনশনের প্রতিবাদে মঙ্গলবার ফের উত্তাল হয় সংসদ চত্বর। একজোট হয়ে বিক্ষোভ-অবস্থানে সামিল হন বিরোধী দলের সদস্যরা। আর সেখানেই ধরা পড়ে বিতর্কিত এই ছবি। নতুন সংসদ ভবনের মকর দ্বারের সিঁড়িতে যখন বিরোধী দলের সাংসদরা বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন অঙ্গভঙ্গি করে বেশ কিছু কথা বলতে শোনা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর কল্যাণের একেবারে সামনে দাঁড়িয়ে, তাঁর অঙ্গভঙ্গি মোবাইল ফোনে রেকর্ড করছিলেন রাহুল গাঁধী। কল্য়াণের একপাশে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়,অন্যপাশে শতাব্দী রায়,সৌগত রায়, শান্তনু সেনরা বসেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অঙ্গভঙ্গির মাঝে, নানা কথা বলতেও দেখা যায়।কল্যাণের পিছনে দাঁড়িয়েছিলেন অধীর চৌধুরীও। হাসতে হাসতে কার্যত লুটিয়ে পড়ার জোগার RJD সাংসদ মনোজ ঝার।কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে লিখেছিলেনন, অশোভন এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক।এটা রেকর্ড থাকল, যাঁরা সাংবিধানিক পদকে উপহাস করেন, কংগ্রেস তাঁদেরকে সমর্থন করে।গোটা ঘটনার চরম নিন্দা করেছেন রাজ্য়সভার চেয়ারম্য়ান ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।যাকে নকল করেই এই পরিহাস কি না সেই প্রশ্ন উঠছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South Bengal Weather: শীতের স্পেল জারি দক্ষিণবঙ্গে, সপ্তাহান্তে হাওয়া বদলের পূর্বাভাস