Narendra Modi: হাল্কা মেজাজে মোদি, ক্ষেতে গিয়ে গাছ থেকে ছোলা তুলে খেলেন প্রধানমন্ত্রী
Prime Minister Narendra Modi have ‘Chana’: এদিন হাঁটতে হাঁটতে কৃষি গবেষণা কেন্দ্রের জমিতে যান তিনি। সেখানে গিয়ে ছোলা চাষ যেখানে হচ্ছে সেই ক্ষেতে গিয়ে নিজেই গাছ থেকে ছোলা তুলে নেন।
নয়া দিল্লি: শনিবার কৃষি গবেষণার জন্য হায়দরাবাদে আন্তর্জাতিক শস্য গবেষণা ইনস্টিটিউটের ৫০তম বার্ষিক প্রোগ্রামে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন প্রধানমন্ত্রী ১১ শতকের ভক্তি সাধক শ্রী রামানুজাচার্যের স্মরণে ২১৬ ফুট উচ্চতার 'স্ট্যাচু অফ ইকুয়ালিটি' (Statue of Equality) উন্মোচন করতে সামশাবাদে পৌঁছন। অনুষ্ঠান শেষেই হাল্কা মেজাজে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
এদিন হাঁটতে হাঁটতে কৃষি গবেষণা কেন্দ্রের জমিতে যান তিনি। সেখানে গিয়ে ছোলা চাষ যেখানে হচ্ছে সেই ক্ষেতে গিয়ে নিজেই গাছ থেকে ছোলা তুলে নেন। মাঠে দাঁড়িয়েই খান সেই ছোলা। এরপর ঘুরে দেখেন বাকি এলাকা। সেই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ার নজর কেড়েছে।
হায়দরাবাদ থেকেই শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আজ একদিকে সর্দার সাহেবের স্ট্যাচু অফ ইউনিটি দেশে ঐক্যের শপথের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। অন্যদিকে রামানুজাচার্যের স্ট্যাচু অফ ইকুয়ালিটি সমতার বার্তা দিচ্ছে। এটাই জাতি হিসাবে ভারতের বিশেষত্ব। জাতিগত শ্রেষ্ঠত্ব এবং মানবতা-আধ্যাত্মিকতার ধারণার লড়াইয়ে ভারত বিজয়ীর আসন দখল করেছে বিশ্বে"।
মোদি বলেন, " এই সাম্যের মূর্তি আমাদের সমতার বার্তা দিচ্ছে। রামানুজাচার্য ভারতের একতা ও অখণ্ডতার এক উজ্জ্বল অনুপ্রেরণা। তিনি দক্ষিণে জন্মগ্রহণ করেছিলেন, তবে তাঁর প্রভাব দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম সমগ্র ভারতে রয়েছে। আজ রামানুজাচার্য-এর বিশাল মূর্তি আমাদের সমতার বার্তা দিচ্ছেন এই মূর্তি আকারে। এই বার্তা নিয়েই 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস' মন্ত্রে আজ দেশ তার নতুন ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছে।"