Pro-Khalistan Protesters in London: লন্ডনে জয়শঙ্করকে দেখে বিক্ষোভ, ছেঁড়া হল তেরঙ্গাও, খালিস্তানপন্থী আগ্রাসনের তীব্র নিন্দা দিল্লির
S Jaishankar UK Visit: ব্রিটেন সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছে দিল্লি।

নয়াদিল্লি: লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে দেখে বিক্ষোভ। তাঁর উপর হামলার চেষ্টার অভিযোগ। সেই নিয়ে শোরগোল আন্তর্জাতিক ভূরাজনীতিতে। গোটা ঘটনার তীব্র নিন্দা করল ভারত। বিচ্ছিন্নতাকামী, উগ্রপন্থী কিছু মানুষ এই ঘটনা ঘটিয়েছে বলে বিবৃতি দিয়ে জানাল বিদেশমন্ত্রক। ব্রিটেন সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছে দিল্লি। ( Pro-Khalistan Protesters in London)
এদিন বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘ব্রিটেনে বিদেশমন্ত্রীর সফরে নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি আমরা। কিছু বিচ্ছিন্নতাকামী এবং উগ্রপন্থী গোষ্ঠীর এই ধরনের উস্কানিমূলক কাজকর্মের তীব্র নিন্দা করি আমরা। গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যাবহারের তীব্র নিন্দা জানাই। আপ্যায়নকারী দেশ কূটনৈতিক দায়বদ্ধতা থেকে এউ ঘটনায় পদক্ষেপ করবে বলে আশাবাদী আমরা’। (S Jaishankar UK Visit)
ব্রিটেন সফরে গিয়ে লন্ডনের চ্যাটাম হাউসে আয়োজিত একটি আলোচনাসভায় অংশ নেন জয়শঙ্কর। সেই সময় চ্যাটাম হাউসের বাইরে ভিড় জমান খালিস্তান সমর্থক মানুষজন। পৃথক খালিস্তানের দাবিতে সমর্থন জানাতে হলুদ-নীল পতাকা নিয়ে হাজির হন সকলে। মাইকিং করে চলতে থাকে ভারতবিরোধী, খালিস্তানপন্থী স্লোগান ও বিক্ষোভ। সেই হই-হট্টগোলের মধ্যেও আলোচনা চালিয়ে যান জয়শঙ্কর।
🚨🇮🇳🇬🇧 Pro-Khalistani Extremists Try to ATTACK EAM Jaishankar in London
— Sputnik India (@Sputnik_India) March 6, 2025
लंदन में विदेश मंत्री एस जयशंकर पर खालिस्तानी समर्थकों ने की हमले की कोशिश
An extremist could be seen desecrating the Indian flag in front of EAM’s car. pic.twitter.com/RaQ092cRn6
কিন্তু বিপত্তি বাধে আলোচনা সেরে জয়শঙ্কর বেরনোর সময়। চ্যাটাম হাউসের মূল দরজা থেকে বেরিয়ে, পেভমেন্ট পেরিয়ে গাড়িতে উঠতে যান জয়শঙ্কর। তাঁকে দেখে স্লোগানের তীব্রতা আরও বেড়ে যায়। শুধু তাই নয়, ব্যারিকেড টপকে জয়শঙ্করের গাড়ির সামনে এসে দাঁড়ান একদল যুবক। তাঁদের একজন ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে দু’টুকরো করে দেন। উল্লেখযোগ্য বিষয় হল, যে সময় এই ঘটনা ঘটছে, সেখানে যথেষ্ট সংখ্যক পুলিশ এবং নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন। তৎক্ষণাৎ ছুটে এসে বিক্ষোভকারীদের নিরস্ত করতে দেখা যায়নি তাঁদের।
#WATCH | London, UK | Pro-Khalistan supporters staged a protest outside the venue where EAM Dr S Jaishankar participated in a discussion held by Chatham House pic.twitter.com/ISVMZa3DdT
— ANI (@ANI) March 6, 2025
আর সেই নিয়েই বিতর্ক দেখা দিয়েছে। ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে এমন আচরণ দেখেও ব্রিটেন সরকার কড়া অবস্থান নিচ্ছে না কেন, প্রশ্ন তুলছেন অনেকে। জয়শঙ্কর যদিও এ নিয়ে নিজের মতামত জানাননি। বরং যে লক্ষ্য়ে সফরে গিয়েছিলেন, সেই সংক্রান্ত কাজকর্ম সারছেন। লন্ডনে খালিস্তানপন্থীদের এমন বিক্ষোভও এই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারি মাসেই লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। লন্ডনের সিনেমা হলে কঙ্গনা রানাউতের 'এমার্জেন্সি' ছবির প্রদর্শনী ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। সিনেমা হলে ঢুকে পড়ে ভিড়। ব্রিটেনের মাটিতে ভারত বিরোধী বিক্ষোভ নিয়ে সেই সময়ও উদ্বেগ প্রকাশ করেছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার পরও জয়শঙ্করের সফরে এই ঘটনা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
