এক্সপ্লোর
Advertisement
পুণেতে ৮৭ কোটি টাকার দেশি-বিদেশি জাল নোট উদ্ধার, জওয়ান সহ গ্রেফতার ৬
প্রাথমিকভাবে ৬ জনকে আটক করে পুলিশ, তারপর তাদের গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য তল্লাশি শুরু হয়েছে।
পুণে: ভারতীয় ও বিদেশি নোট মিশিয়ে ৮৭ কোটি টাকার জাল নোট উদ্ধার করল সেনা গোয়েন্দা ও পুণে সিটি পুলিশ। শেখ আলিম গুলাব খান নামে এক সেনা জওয়ান সহ ৬ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে সেনার ল্যান্স নায়েক শেখ আলিম গুলাব খান ছাড়াও রয়েছে সুনীল সারদা, রীতেশ রত্নাকর, তুহাউল আহমেদ ইসাক খান, আবদুল গনি খান ও আবদুল রহমান। শেখ আলিম ৮ বছর ধরে পুনেয় রয়েছে, মনে করা হচ্ছে, সেই এই চক্রের পাণ্ডা।
জাল নোটের মধ্যে ছোটদের চিলড্রেনস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র খেলনা টাকাও ছিল। স্থানীয় বিমান নগরের একটি বাংলোয় গতকাল বিকেলে অভিযান চালায় গোয়েন্দা বাহিনী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কারেন্সি লেনদেনের সময় এই চক্র আসল নোটের বদলে জাল নোট হাতবদল করত। কিছু আসল, কিছু ভাল মানের জাল নোট ও কিছু বাচ্চাদের খেলনা নোট পাচার করত তারা।
হানা দিয়ে ২,০০০ টাকা ও ৫০০ টাকার জাল নোটের বিপুল সম্ভার উদ্ধার করে পুলিশ ও মিলিটারি ইনটেলিজেন্স। বাতিল হয়ে যাওয়া ১,০০০ টাকার নোটের বান্ডিলও ছিল তাতে, আর ছিল খেলনা নোট। জাল মার্কিন ডলারও ছিল। ছিল ৩ লাখ টাকা মূল্যের আসল ভারতীয় টাকা ও মার্কিন ডলার। এছাড়া একটি জাল এয়ার গান, কিছু জাল নথি, স্পাই ক্যামেরা, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
প্রাথমিকভাবে ৬ জনকে আটক করে পুলিশ, তারপর তাদের গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য তল্লাশি শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement