CoviSelf Home Kit : ২ মিনিটে টেস্ট, ১৫ মিনিটে রেজাল্ট দেবে কোভিসেল্ফ
নিজেই বাড়িতে বসে জানতে পারবেন কোভিড টেস্টের ফল। পুণের কোম্পানি কোভিসেল্ফ দাবি করেছে, দু'মিনিট লাগবে করোনা পরীক্ষায়। ১৫ মিনিটেই টেস্টের রেজাল্ট জেনে যাবেন রোগী।
নয়াদিল্লি: নিজেই বাড়িতে বসে জানতে পারবেন কোভিড টেস্টের ফল। পুণের কোম্পানি কোভিসেল্ফ দাবি করেছে, দু'মিনিট লাগবে করোনা পরীক্ষায়। ১৫ মিনিটেই টেস্টের রেজাল্ট জেনে যাবেন রোগী। সম্প্রতি Rapid Antigen Test (RAT) কিটে ছাড়পত্র দিয়েছে 'ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ' (ICMR)।
ICMR-এর তরফে বলা হয়েছে, উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদেরই এই ধরনের টেস্ট করানো উচিত। এ ছাড়াও কোভিড আক্রান্তেদের সরাসরি সংস্পর্শে এসেছেন এরকম ব্যক্তিরাও RAT টেস্ট করাতে পারেন। ICMR বলেছে, Rapid Antigen Test-এ যাদের রিপোর্ট পজিটিভ আসবে তাদের নতুন করে পরীক্ষার প্রয়োজন নেই। তবে উপসর্গ রয়েছে এমন নেগেটিভ রিপোর্ট আসা ব্যক্তিদের অবিলম্বে আরটিপিসিআর করা প্রয়োজন।
কিটের প্রসঙ্গে মাই ল্যাব ডিসকভারি সলিউশনের ডিরেক্টর সুনীত জৈন এএনআইকে বলেন, ''২ মিনিটেই এই কিটের মাধ্যমে আপনার টেস্ট সম্ভব হবে। ১৫ মিনিটেই পরীক্ষার ফল জেনে যাচ্ছেন রোগী। আগামী সপ্তাহের শেষের দিকেই ৭০ লক্ষের বেশি ওষুধের দোকানে পৌঁছে যাবে এই কিট। এছাড়াও পাওয়া যাবে আমাদের অনলাইন ওষুধের দোকানে। আমাদের লক্ষ্য, দেশের ৯০ শতাংশ পিনকোডে পৌঁছে যাওয়া।''
পুণের মাই ল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেডের হাত ধরে তৈরি হয়েছে এই কোভিসেল্ফ টিএম (প্যাথোক্যাচ) টেস্ট কিট। বাড়িতে বসে এই কোভিড পরীক্ষা করতে গেলে নিয়ম মানতে হবে অ্যাপের। কারণ, অ্যাপের মধ্যেই রয়েছে RAT টেস্টের বিস্তারিত গাইডলাইন। আইসিএমআর-এর তরফে বলা হয়েছে, গুগল প্লে স্টোর বা আইওএস থেকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপ। একবার পরীক্ষা হয়ে গেলে ছবি তুলে পাঠাতে হবে অ্যাপে। সেখানেই দেখাবে কোভিড টেস্টের রিপোর্ট। তবে এ ক্ষেত্রে একই মোবাইল ফোন থেকে পাঠাতে হবে ছবি।
অন্যান্য কোভিড পরীক্ষার ডেটার মতো RAT-টেস্টের ফলও রাখা হবে আইসিএমআর-এর সুরক্ষিত সার্ভারে। তবে মেডিক্যাল বডি জানিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে রোগীর গোপনীয়তা বজায় রাখা হবে। বিশেষজ্ঞদের অনুমান, ঘরে বসেই কোভিড পরীক্ষার ফলে ল্যাবের ভিড় কমানো যাবে।