এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
পাকিস্তানে গুরুদ্বারকে মসজিদ বানানোর চেষ্টা, নিন্দা ভারতের, সরব অমরিন্দরও
শ্রীবাস্তব বলেছেন, লাহোরের নওলাখা বাজারে ভাই তরু সিংজির শহিদত্বপ্রাপ্তির স্থানে থাকা গুরুদ্বার শহিদি আস্থানকে মসজিদ শহিদ গঞ্জ বলে দাবি করে তাকে মসজিদে বদলে ফেলার চেষ্টা হচ্ছে, এ খবরে পাকিস্তান হাইকমিশনকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গুরুদ্বারটি শিখ সম্প্রদায়ের কাছে পবিত্র, শ্রদ্ধার স্থল। ভারত ঘটনাটিকে গভীর উদ্বেগ সহ বিচার করছে।
নয়াদিল্লি: পাকিস্তানের লাহোরের গুরুদ্বার শাহিদি আস্থানকে মসজিদে বদলে ফেলার চেষ্টা চলছে বলে খবরে তীব্র ক্ষোভ জানাল ভারত। ১৭৪৫ সালে যেখানে মারাত্মক জখম হয়েছিলেন ভাই তরু সিংহ, সেখানেই গড়ে উঠেছিল এই ঐতিহাসিক গুরুদ্বার। পাকিস্তানে হিন্দু, শিখ সহ সংখ্যালঘুদের প্রাপ্য সম্মানের বদলে নির্যাতন করা হয় বলে দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত সরকার বারবারই ইসলামাবাদকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছে। এবার সেই প্রতিবাদ আরও জোরদার হল গুরুদ্বারকে মসজিদ বানানোর উদ্য়োগ ঘিরে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, লাহোরের নওলাখা বাজারে ভাই তরু সিংজির শহিদত্বপ্রাপ্তির স্থানে থাকা গুরুদ্বার শহিদি আস্থানকে মসজিদ শহিদ গঞ্জ বলে দাবি করে তাকে মসজিদে বদলে ফেলার চেষ্টা হচ্ছে, এ খবরে পাকিস্তান হাইকমিশনকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গুরুদ্বারটি শিখ সম্প্রদায়ের কাছে পবিত্র, শ্রদ্ধার স্থল। ভারত ঘটনাটিকে গভীর উদ্বেগ সহ বিচার করছে। পাকিস্তানের সংখ্যালঘু শিখ সমাজ ন্যয়বিচার চেয়েছে।
Strongly condemn attempts being made to convert holy Gurdwara Sri Shahidi Asthan in Lahore, site of martyrdom of Bhai Taru Singh Ji, into mosque. Urge @DrSJaishankar to convey Punjab's concerns in strongest terms to Pakistan to safeguard all Sikh places of reverence.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) July 28, 2020
ভারত কঠোরতম ভাষায় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে, পাকিস্তানকে এ নিয়ে তদন্ত করে অবিলম্বে সুরাহামূলক ব্য়বস্থা নিতে বলেছে বলেও জানান মুখপাত্রটি। পাশাপাশি পাকিস্তানকে তার সংখ্যালঘুদের ধর্মাচরণের অধিকার, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা সহ তাদের নিরাপত্তা, সুরক্ষা, উন্নয়নের দিকে নজর দিতেও বলা হয়েছে।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহও গুরুদ্বারকে মসজিদ বানানোর চেষ্টার নিন্দা করে ট্য়ুইট করেছেন, লাহোরে ভাই তরুণ সিংজির শহিদত্ব প্রাপ্তির স্থান পবিত্র গুরুদ্বার শ্রী শহিদি আস্থানকে মসজিদে পরিণত করার চেষ্টার কঠোর নিন্দা করছি। কঠোরতম ভাষায় পঞ্জাবের উদ্বেগ তুলে ধকে শিখদের কাছে শ্রদ্ধা, ভক্তির যাবতীয় ধর্মস্থানের সুরক্ষায় পাকিস্তানকে ব্যবস্থা নিতে বলুন ডঃ এস জয়শঙ্কর, আবেদন করছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement