Offbeat News: বিয়েবাড়িতে মদ ও DJ মিউজিক না রাখলেই ২১ হাজার টাকা পুরস্কার, ঘোষণা এই গ্রামে
No Alcohol and DJ music: বিয়ের অনুষ্ঠানে অকারণ খরচ যাতে গ্রামবাসী না করেন, তাতে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত
চণ্ডীগড় : গ্রাম পঞ্চায়েতের ঘোষণায় চমক। যে বিয়েবাড়িতে মদ থাকবে না এবং DJ মিউজিকও চলবে না, তাদের ২১ হাজার টাকা সাম্মানিক বাবদ দেওয়া হবে। পাঞ্জাবের ভাটিণ্ডা জেলার একটি গ্রাম পঞ্চায়েত এমনই ঘোষণা করেছে। বিয়ের অনুষ্ঠানে অকারণ খরচ যাতে গ্রামবাসী না করেন, তাতে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি মদ্য পান নিরুৎসাহিত করতেও এই সিদ্ধান্ত বলে জানান বালোল গ্রামের সরপঞ্চ (পঞ্চায়েত প্রধান) অমরজিৎ কৌর।
তিনি বলছেন, "এটা দেখা গেছে যে, গ্রামের সেইসব অনুষ্ঠানে ঝগড়া শুরু হয়, যেখানে মদ খাওয়ানো হয় এবং ডিস্ক জকি গান করেন। এছাড়া বিশাল জোরে গান চলায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনাতেও অসুবিধা হয়। আমরা মানুষকে এব্যাপারে উৎসাহিত করতে চাই য়ে, বিয়ের অনুষ্ঠানে যেন অপ্রয়োজন খরচ না করা হয়। পঞ্চায়েত এই মর্মে একটি ঘোষণা করেছে যে, যদি কোনও বিয়েতে মদ না খাওয়ানো হয় এবং ডিজে মিউজিক না চলে, তাহলে তাদের ২১ হাজার টাকা দেওয়া হবে।"
পাঞ্জাবের এই বাল্লো গ্রামে ৫ হাজার মানুষের বসবাস। সরপঞ্চ আরও বলেন, "গ্রাম পঞ্চায়েতের তরফে সরকারের কাছে গ্রামে একটি স্টেডিয়াম তৈরির আবেদন জানানো হয়েছে। যাতে গ্রামের যুবকরা খেলাধূলায় অংশ নিতে উৎসাহ বোধ করেন। গ্রামে একটা স্টেডিয়াম থাকা উচিত। যাতে নানা খেলার আয়োজন করা যায়। " এর পাশাপাশি গ্রামে একটি বায়োগ্যাসের প্ল্যান্ট তৈরিরও প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া যেসব কৃষক অর্গানিক পদ্ধতিতে চাষ করবেন, তাঁদের বিনামূল্যে বীজ দেওয়া হবে।
ভারতে প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করেন সুরাপায়ীরা। পরিসংখ্যান বলছে, ভারতে একজন ব্যক্তি গড়ে 5.7 লিটার অ্যালকোহল পান করেন। ভারতের বিভিন্ন রাজ্যে অ্যালকোহলের দাম আলাদা। কিছু রাজ্যে অ্যালকোহলের দাম বেশি হলেও কিছু রাজ্যে কম। যে রাজ্যে মদের দাম কম, সেখান থেকে মদ কিনে নিজের শহরে নিয়ে যাওয়ার কথা ভাবেন মানুষ। আপনারা জানেন, বাসে আদৌ মদ বহনের অনুমতি আছে কি না ? যদি হ্যাঁ, তাহলে বাসে কত বোতল মদ বহন করা যাবে। এই জন্য নিয়ম কী ? আসুন আমরা আপনাকে বলি।
ভারতে ভ্রমণের সময় আপনি কী বহন করতে পারবেন তার জন্য নিয়ম তৈরি করা হয়েছে। কেউ যদি নিয়ম মেনে মদ বহন করে তাতে সমস্যা নেই। তবে অ্যালকোহল কেবলমাত্র সেই রাজ্যগুলিতে বহন করা যেতে পারে, যেখানে অ্যালকোহল নিষিদ্ধ নয়। ভারতে এমন অনেক রাজ্য রয়েছে যেখানে মদ্যপান এবং বিক্রি উভয়ই নিষিদ্ধ। এছাড়াও, যে রাজ্যগুলিতে অ্যালকোহল নিষিদ্ধ নয়, আপনি দুই লিটার পর্যন্ত অ্যালকোহল বহন করতে পারবেন। কিন্তু এর চেয়ে বেশি অ্যালকোহল নিয়ে গেলে ৫ হাজার টাকা জরিমানা হতে পারে। সেই সঙ্গে ৫ বছরের জেলও হতে পারে।