Contai News: টিকিট না পেয়ে নির্দল প্রার্থী, সরতে না চাওয়ায় বাড়িতে হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অমলেশের
Contai News: প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা যায়, তাঁর নাম নেই। দলের উপর ক্ষোভ থেকে তাই নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পৌরসভা নির্বাচনে (West Bengal Municipal Elections 2022) টিকিট না পেয়ে তৃণমূলের (TMC) কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে ফেলেছিলেন তিনি। জোড়াফুল কার্যালয়কে রাতারাতি কার্যত নির্দলীয় কার্যালয় করে তুলেছিলেন। কাঁথির (Contai News) সেই নেতা তথা আট নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অমলেশ পাত্র (Amalesh Patra) এ বার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লোকজন পাঠিয়ে বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ করলেন।
কাঁথি পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের ঘটনা। রাজ্যে যখন গেরুয়া হাওয়ার দাপট, দলবদলের হিড়িক, সেই সময় বুক চিতিয়ে গড় আগলে রেখেছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে এলাকার প্রাক্তন কাউন্সিলর সীতারাম মাঝি শুভেন্দু অধিকারীর পৌরহিত্যে বিজেপি-তে যোগ দেন। তার পর থেকে ওই এলাকায় তৃণমূলের যাবতীয় কাজকর্ম সামলাচ্ছিলেন অমলেশ। তাই পৌরসভা নির্বাচনে দলের কাছ থেকে টিকিট পাচ্ছেন বলেই ধরে নিয়েছিলেন তিনি। তাঁর সমর্থকরাও আশায় দিন গুনতে শুরু করেন।
কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা যায়, তাঁর নাম নেই। দলের উপর ক্ষোভ থেকে তাই নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার পর সম্প্রতি নিজের ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয়টিকে নির্দলীয় কার্যালয়ে পরিণত করতে করে সেখান থেকে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছিলেন নেতা। তৃণমূলের প্রতীক আঁকা ফেস্টুন, ব্যানার, পতাকা সব খুলে ফেলেন।
সেই নিয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে ঝামেলা চলছে তাঁর। তার মধ্যেই সোমবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ অমলেশের। গাড়ির চাকা পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ তাঁর। অমলেশ জানিয়েছেন, গতকাল বাড়ি বয়ে এসে তাণ্ডব চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। তাঁকে গালিগালাজ করা হয়। বাড়ি থেকে বেরোলে মারধরের হুমকিও দেওয়া হয় সরাসরি। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন অমলেশ।
অমলেশের অভিযোগ, প্রার্থী পদ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে তাঁকে। ১২ ফেব্রুয়ারিও একদফা শাসানো হয়। তাতেও পিছু না হটায় সোমবার রাতে হামলা চালানো হয়। এই ঘটনায় পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক যুক্ত রয়েছেন বলে অভিযোগ তাঁর। উত্তমের লোকজনই তাঁকে বাড়ি বয়ে এসে হুমকি দেয় বলে দাবি করেছেন। যদিও পটাশপুরের বিধায়ক তথা কাঁতি পৌরসভা নির্বাচন কমিটির সদস্য উত্তম অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর তরফে জানানো হয়েছে, আগে তৃমমূল করতেন অমলেশ। এখন বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। তৃণমূলের তরফে হামলা চালান হয়েছে, সিসিটিভি ফুটেজ এনে অমলেশ তা প্রমাণ করে দেখান বলেও চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়েছে তৃণমূল।
আগামী ২৭ ফেব্রুয়ারি কাঁথি-সহ রাজ্যের বাকি ১০৮ পুরসভা ওয়ার্ডে ভোটগ্রহণ। ইতিমধ্যেই তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টে মামলা চলায় দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে না আপাতত।