Puri Temple Dress Code: এই পোশাক পরলে এবার দরজা বন্ধ পুরী জগন্নাথ মন্দিরে! কী কী বারণ?
Puri Jagannath Mandir: বেশ কিছু ধরনের পোশাক পরে ঢোকা যাবে না জগন্নাথ মন্দিরে। ১ জানুয়ারি থেকে নির্দেশিকা জারি করেছেন প্রশাসন।
পুরী, ভুবনেশ্বর: নতুন বছরে পুরীর (Shree Jagannatha Temple) জগন্নাথ মন্দিরে পোশাক-বিধি চালু। বেশ কিছু ধরনের পোশাক পরে ঢোকা যাবে না জগন্নাথ মন্দিরে। ১ জানুয়ারি থেকে নির্দেশিকা জারি করেছেন প্রশাসন।
কোন পোশাকে না:
ছেঁড়া জিন্স (torn Jean)
হাফপ্যান্ট (Half Pant)
স্কার্ট (Skirt)
স্লিভলেস পোশাকে (Sleeveless) ঢোকা যাবে না মন্দিরে
আরও নিষেধাজ্ঞা:
সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পান, গুটখা এবং প্লাস্টিকে।
বছরের প্রথম দিন থেকেই এমন নিয়ম চালু হয়েছে। এদিন দর্শনার্থীদের সেই নিয়ম মেনেই মন্দিরে ঢুকতে দেওয়া হয়েছে। সাধারণত প্রতিবারই বছরের প্রথম দিন ভক্তরা ভিড় করেন পুরীর জগন্নাথ মন্দিরে। বছরের প্রথম দিনে পুজো দিয়ে বছর শুরু করতে চান অনেকে। সেই নিয়ম মেনে এদিনও ভিড় ছিল মন্দিরে। রাত থেকে শুরু হয়েছিল লাইন দেওয়াল।
পুরী পুলিশের (Puri Police) তরফে X হ্যান্ডেলে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত পুরীর জগন্নাথ ধামে এসেছেন ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি পুণ্যার্থী। বিশেষভাবে সক্ষম দর্শনার্থীদের জন্য় আলাদা ব্যবস্থা করা হয়েছিল পুলিশের তরফে।
আগেই ঘোষণা করা হয়েছিল ভক্তদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) দরজা খুলে যাবে রবিবারের রাত ১টায়। নতুন বছরের প্রথম দিন ভক্তদের ভিড় সামলাতে এমনই সিদ্ধান্ নিয়েছিল জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। রবিবার মন্দিরের আচার ও রীতি সম্পূর্ণ করা হয়েছিল রাত ১১টায়। ২ ঘণ্টা পর রাত ১টায় ফের খুলেছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। ১ জানুয়ারি লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ মন্দিরে। তাঁদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের।
প্রতি বছরই লক্ষ লক্ষ দর্শনার্থীরা এই দিনে মন্দিরে যান পুজো দিতে। এবছরও তেমনটাই হবে বলে মনে করেছিল প্রশাসন। জেলাশাসক সমর্থ ভর্মা জানিয়েছিলেন, এই ভক্ত সমাগমের কথা মাথা রেখেই রাত ১টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে পুরীর মন্দিরের দরজা। তার আগে শেষ হয়েছে আচার অনুষ্ঠান। পুরী কর্তৃপক্ষের তরফে রঞ্জন দাস জানিয়েছিলেন, 'আমরা আশা করছি ৩ থেকে ৪ লক্ষ ভক্ত সমাগম হবে বছরের প্রথম দিন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।