Rahul Gandhi : 'ইন্দিরা গান্ধীর ৫০ শতাংশ সাহসও যদি আপনার থাকে, তাহলে বলুন ট্রাম্প মিথ্যুক', মোদিকে চ্যালেঞ্জ রাহুলের
Rahul Gandhi in Lok Sabha Today : উভয় দেশ পুরো দস্তুর যুদ্ধ নেমে পড়ার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকা সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন।

নয়াদিল্লি : অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় আক্রমণাত্মক লোকসভার বিরোধী দলনেতা। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলে দিলেন রাহুল গান্ধী। তাঁর যুক্তি, এই কারণেই সরকার সশস্ত্র বাহিনীর হাত পিছন থেকে বেঁধে দিয়ে তাদের আক্রমণ করতে বলেছে। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির মধ্যস্থতা দাবি করা ডোনাল্ড ট্রাম্পকে কেন প্রকাশ্যে মিথ্যুক বলছেন না প্রধানমন্ত্রী ?
রাহুলের কথায়, "ডোনাল্ড ট্রাম্প ২৯ বার বলেছেন যে উনি যুদ্ধ থামিয়েছেন। যদি এটা সত্যি না হয়, তাহলে প্রধানমন্ত্রীর তা অস্বীকার করে বলা উচিত, ট্রাম্প আপনি মিথ্যুক...যদি আপনার ইন্দিরা গান্ধীর সাহসিকতার ৫০ শতাংশও থেকে থাকে।"
'অপারেশন সিঁদুর' প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য তুলে ধরে সুর চড়ান বিরোধী দলনেতা। তিনি বলেন, "গতকাল আমি রাজনাথ সিংয়ের বক্তব্য শুনছিলাম। যখন কেউ বলেন আমি খুব শান্তভাবে শুনি। উনি বলছিলেন যে, সকাল ১.০৫ মিনিটে অপারেশন সিঁদুর শুরু হয়েছিল। উনি বলেছেন যে, অপারেশন সিঁদুর ২২ মিনিট হয়েছে। এরপরই উনি সবথেকে অবাক করা কথা বলেন-১.৩৫ মিনিট নাগাদ আমরা পাকিস্তানকে কল করে বলি আমরা অসামরিক টার্গেটে হামলা চালিয়েছি এবং আমরা উত্তেজনা চাই না...হয়তো উনি বোঝেননি উনি কী প্রকাশ করে দিয়েছেন। অপারেশন সিঁদুরের রাতে ১.৩৫ মিনিট নাগাদ ভারত সরকারের তরফে ভারতের DGMO-কে সংঘর্ষবিরতির কথা বলতে বলা হয়...আপনারা সরাসরি পাকিস্তানকে আপনাদের রাজনৈতিক ইচ্ছার কথা বললেন যে, আপনাদের লড়াই করার রাজনৈতিক ইচ্ছা নেই, আপনারা যুদ্ধ করতে চান না।"
#WATCH | Discussion on Operation Sindoor | Lok Sabha LoP Rahul Gandhi says, "...Immediate surrender in 30 minutes..."
— ANI (@ANI) July 29, 2025
"Let us now move to #OperationSindoor. Yesterday I watched Rajnath Singh's speech. I listen quite carefully when people speak. He said that Operation Sindoor… pic.twitter.com/VY6yu3CO9f
তাঁর সংযোজন, "দ্বিতীয় আরও একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন, হয়তো উনি বলতে চাননি। উনি বলেন যে, উনি পাকিস্তানিদের বলেছেন যে আমরা আপনাদের কোনও সামরিক পরিকাঠামোয় আঘাত করব না...আমি বলেছিলাম কৌশলের স্বাধীনতা - বিমান বাহিনীর স্বাধীনতা। ইন্দোনেশিয়া প্রতিরক্ষা অ্যাটাশে ক্যাপ্টেন শিব কুমার বলেছেন ; আমি তাঁর সঙ্গে একমত নাও হতে পারি যে ভারত এত বিমান হারিয়েছে, কিন্তু আমি একমত যে আমরা কিছু বিমান হারিয়েছি। এটি কেবল রাজনৈতিক নেতৃত্বের সামরিক পরিকাঠামো এবং তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আক্রমণ না করার জন্য প্রদত্ত নিষেধাজ্ঞার কারণেই হয়েছে। আপনি পাকিস্তানে গেলেন, পাকিস্তানে হামলা চালালেন, আর আমাদের পাইলটদের বললেন-ওদের এয়ার ডিফেন্স সিস্টেমে আক্রমণ করবেন না।"
#WATCH | Discussion on Operation Sindoor | Lok Sabha LoP Rahul Gandhi says, "There is a second very important thing that he said, maybe he didn't mean to say this. He also said that he told the Pakistanis that we are not going to hit any of your military infrastructure...I said… pic.twitter.com/IZEn8nHpyn
— ANI (@ANI) July 29, 2025






















