পুজোর আবহে মন খারাপের খবর!! ষষ্ঠী থেকেই নামতে পারে বৃষ্টি, চলবে অষ্টমী পর্যন্ত, পূর্বাভাস আবহাওয়া দফতরের
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ষষ্ঠী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রূকুটি। আনন্দের এই আবহটুকুও কি ভেসে যাবে বৃষ্টিতে...?
কলকাতা: বৃষ্টি না নামলেও পঞ্চমী থেকেই সঙ্কেত দিচ্ছে আকাশ। ষষ্ঠী থেকেই নামতে পারে বৃষ্টি।
মণ্ডপ মণ্ডপে জনতার ঢল বা লম্বা লাইন চোখে না পড়লেও অলি-গলি-রাজপথে আনন্দের আল্পনা৷ উৎসবের আবেশে ভাসছে আনন্দনগরী৷
এরই মধ্যে মন খারাপের খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে এগোবে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে। এর প্রভাবে ষষ্ঠী থেকে কলকাতায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আবহবিদরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। অষ্টমী পর্যন্ত রাজ্য জুড়ে হবে বিক্ষিপ্ত বৃষ্টি। বেশি বৃষ্টি হবে ওড়িশা এবং উপকূলসংলগ্ন জায়গাগুলিতে। সেই কারণে, সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলা থেকে বর্ষা বিদায়ের শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। তারই মধ্যে তৈরি হয়েছে নিম্নচাপ। পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রাজ্যজুড়ে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
করোনা আবহে নিউ নর্মালে প্রথম পুজো। চেনা যাঁকযমক না থাকলেও মণ্ডপে মণ্ডপে বিধি মেনে উমার আরাধনা। আনন্দের এই আবহটুকুও কি ভেসে যাবে বৃষ্টিতে? কপালে চিন্তার ভাঁজ সকলের।