Sonam Raghuvanshi : 'হ্যাঁ খুন করেছি', অবশেষে স্বামী রাজাকে খুনের কথা কবুল সোনমের, পুলিশের বড় দাবি
রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় আপডেট, খুনের কথা স্বীকার করল স্ত্রী সোনম, দাবি মেঘালয় পুলিশের

শিলং : হানিমুনে গিয়ে রাজা রঘুবংশীকে খুনের ঘটনায় এল বড় আপডেট। অবশেষে খুনের কথা কবুল করে নিল ইনদৌরের যুবক রাজা রঘুবংশীর স্ত্রী সোনম। খবর মেঘালয় পুলিশ-সূত্রে । জানাচ্ছে এবিপি নিউজ।
গত ২৩ মে থেকে মেঘালয়ে হানিমুনে গিয়ে নিখোঁজ হয়ে যায় দম্পতি। পরে মেলে রাজার দেহ। খাদ থেকে উদ্ধার হয় একটি অস্ত্র ও রাজের ফোনও। পরে বিভিন্ন সূত্র ধরে রাজার মৃত্যু রহস্য সমাধানের পথে এগোয়। অবশেষে কীর্তি ফাঁস হয়ে যায় স্ত্রী সোনমের। উত্তরপ্রদেশের গাজিপুর থেকে আটক করা হয় তাকে। জানাচ্ছে এবিপি নিউজ।
জানা গিয়েছে, প্রেমিক রাজ কুশওয়ার সঙ্গে মিলে অপরাধের পরিকল্পনা করেছিল সোনম। সেই অনুযায়ীই হানিমুনের প্ল্যান ও জায়গা বাছা। পরিকল্পনা অনুসারে ৪ জনের সাহায্য নিয়ে খুনের পরিকল্পনা হয়। কাজ করতে মোটা টাকাও দেয় সোনম। জানা গিয়েছে, নিয়মিত শরীরচর্চা করতেন রাজা রঘুবংশী । তাই প্রথমে তাঁকে খাদে ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা করলেও ব্যর্থ হয় হামলাকারীরা। এরপর অস্ত্র দিয়ে আক্রমণ চালিয়ে খুন করা হয়। উত্তরপ্রদেশ থেকে ধৃত সোনমকে ট্রানজিট রিমান্ডে মেঘালয় নিয়ে আসে পুলিশ। সোনমের মেডিক্যাল টেস্টের পর বুধবারই তাকে আদালতে পেশ করা হয়। এরপর সোনমকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করবে SIT।
এর আগে সোনম রঘুবংশীর মা, বাবা, ভাই দাবি করেছিলেন, এই কাজ করতেই পারে না সোনম। রাজের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। রাজ কুশওয়াহাকে সোনম রাখি বাঁধত বলেও দাবি করেন তাঁরা। রাজ তাঁদের ব্যবসার কর্মচারী ছিল বসে জানায় সোনমের পরিবার। তিনি এখন বলছেন, , "যদি আমি জানতাম, তাহলে আমি এটা হতে দিতাম না। যে খুন করেছে তার তো ফাঁসি হওয়া উচিত। এটা ১০-২০ বছরের শাস্তির ব্যাপার নয়। যেদিন এই বিয়ে হয়েছে, সেদিনই আমি এই পরিবারেরঅংশ হয়ে গিয়েছি। সে চলে গেছে, আমি এদের দায়িত্ব নেব। যারা খুন করেছে বলে স্বীকার করেছেন তাদের শাস্তি হওয়া উচিত।" জানাচ্ছে এবিপি নিউজ।
ঘনিষ্ঠ সূত্রে দাবি, বছর ২৪-এর সোনম, তাঁর থেকে বয়সে ছোট, তাঁদেরই কারখানারই কর্মী, বছর ২১-এর রাজ কুশওয়াহার প্রেমে পড়েছিলন। সোনমদের কোম্পানির আসবাবপত্র বিভাগে হিসাব রক্ষকের কাজ করত রাজ কুশওয়াহ। সেই রাজকে বিয়ে করতে চায় সোনম। কিন্তু সেই সম্পর্ক মেনে নেয়নি সোনমের পরিবার। নিহত রাজা রঘুবংশীর ভাই, বিপিনের দাবি, সোনমের পারিবারিক এক বন্ধু তাঁকে জানিয়েছেন, সোনম রঘুবংশীর মা মেয়ের জোর করে বিয়ে দেন। কারণ তাঁরা একই কুলশীলের বলে। তিনি বিয়ের আগেই জানতেন, মেয়ে অন্য একজনের সঙ্গে প্রেম করে। তাহলে কি অভিভাবকদের সিদ্ধান্তের জেরেই এত বড় অন্যায় হয়ে গেল?






















