Rajasthan Mine Accident: দড়ি ছিঁড়ে খনিতে মানুষবোঝাই লিফট! ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে
Mine Accident: উদ্ধারকাজ শুরু হয়েছে দ্রুত। ANI-এর রিপোর্ট অনুযায়ী, আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছেছে উদ্ধারকারী দল।
রাজস্থান: রাজস্থানে ভয়াবহ খনি দুর্ঘটনা (Rajasthan Mine Accident)। ঝুনঝুন জেলায় কোলিহান খনিতে ভেঙে পড়েছে লিফট। আর সেই ঘটনায় খনিতে আটকে পড়েছেন অন্তত ১৪ জন। সকাল থেকেই ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। উদ্ধারকাজ শুরু হয়েছে দ্রুত। ANI-এর রিপোর্ট অনুযায়ী, আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল।
যে খনিতে এই দুর্ঘটনা ঘটেছে- সেই কোলিহান খনি হিন্দুস্তান কপার লিমিটেডের। মঙ্গলবার দিনের শেষভাগে নিম কি থানা- এলাকায় হিন্দুস্তান কপার লিমিটেডের ওই খনিতে এই দুর্ঘটনা ঘটে। ANI-রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা জানিয়েছেন যাঁরা আটকে পড়েছেন তাঁরা সুস্থ রয়েছেন। যদিও খনির বাইরে অন্তত ৯টা অ্যাম্বুল্যান্স রেখে দেওয়া হয়েছে।
উদ্ধারকারী দলের তরফে ড. প্রবীণ শর্মা ANI-কে জানিয়েছেন,'উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে গিয়েছে। সবাই নিরাপদ রয়েছেন। এখনও পর্যন্ত খনি থেকে ৩ জনকে উদ্ধার করা হয়েছে। অল্পবিস্তর আঘাত লেগেছে তাঁদের তবে বেশি কিছু হয়নি। বাকিদেরও উদ্ধার করা হবে।'
#WATCH | Jhunjhunu, Rajasthan: Rescue operations underway where 14 people are feared trapped after a lift fell in Kolihan mine.
— ANI (@ANI) May 15, 2024
(Latest visuals from the spot) https://t.co/v8OhqnoGYL pic.twitter.com/GvzidPkTBE
#WATCH | Jhunjhunu, Rajasthan: 14 people are feared trapped after a lift fell in Kolihan mine.
— ANI (@ANI) May 14, 2024
BJP MLA Dharmpal Gurjar says, "I had gone to Haryana for election campaign but when I got this information, I immediately came here. I called everyone and took stock of the entire… pic.twitter.com/EeeEPXw7Yl
ANI-রিপোর্ট অনুযায়ী, কলকাতা থেকে যাওয়া একটি ভিজিল্যান্স টিম লিফটের মাধ্যমে খনিতে নামছিল, তাদের সঙ্গে ছিলেন খনিকর্তারাও। সূত্রের খবর, ওই লিফটের দড়ি ছিঁড়ে খনির ভিতরে অন্তত ১৮০০ ফুট নীচে পড়ে গিয়েছে সেটি।
যাঁরা আটকে পড়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন চিফ ভিজিল্যান্স অফিসার উপেন্দ্র পান্ডে, Khetri Copper Complex Unit-এর প্রধান জিডি গুপ্তা, কোলিহান খনির ডেপুটি জেনারেল ম্যানেজার একে শর্মা। তাঁদের সঙ্গেই বিকাশ পারেক নামের এক চিত্র সাংবাদিক আটকে পড়েছেন। এছাড়াও আরও অনেকে রয়েছেন ওই তালিকায়।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জানিয়েছেন, উদ্ধারকাজ দ্রুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্তরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য প্রার্থনা করেছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মায়ের 'মন্ত্র' মেনেই জীবন কাটিয়েছেন মোদি! ২০০১-এ ছেলেকে কী বলেছিলেন হীরাবেন?