Rajnath Singh : 'যেখানে রক্তপাত হয় সেখানে আলোচনা হতে পারে না,আবার যদি...' সংসদে পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের
Operation Sindoor : 'পাকিস্তান নিজের ফাঁদে আটকা পড়েছে... পাকিস্তানের উদ্দেশ্য এবং নীতি সম্পর্কে কোনও সন্দেহ থাকা উচিত নয়...' সংসদে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের।

সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের উদ্দেশে একের পর এক তোপ দাগলেন রাজনাথ সিং। আর অন্যদিকে অপারেশন মহাদেবে সেনার গুলিতে খতম হল পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি। বেশ কিছুদিন ধরেই অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের একের পর এক প্রশ্নের সম্মুখীন হচ্ছিল কেন্দ্রীয় সরকার। এদিন সংসদের বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার প্রথম দিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইসলামাবাদকে দিলেন বড় হুঁশিয়ারি! বললেন, আবার যদি কোনওদিন ভবিষ্যতে পাকিস্তান কোনও দুর্ঘটনা ঘটায়, তাহলে এই অভিযান পুনরায় শুরু করা হবে।
রাজনাথ স্পষ্ট করে দেন, ১০ মে, ইন্ডিয়ান এয়ার ফোর্স পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি দুর্মুশ করে দেয়। ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমের কাছে পাকিস্তান পরাজয় স্বীকার করে নেয়। তারাই শত্রুতা শেষ করার প্রস্তাব দেয়। এই প্রস্তাবটি যথেষ্ট সতর্কতার সঙ্গে বিবেচনা করা হয়। তবে এই অভিযানটি কেবলমাত্র স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে পাকিস্তানের যদি ফের কোনও দুষ্কর্ম ঘটায়, তাহলে এই অভিযান পুনরায় শুরু হয়ে যাবে। রাজনাথ বলেন, সরকার পাকিস্তানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক প্রচেষ্টা করেছে। কিন্তু ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক, ২০১৯ সালের বালাকোট বিমান হামলা এবং ২০২৫ সালের অপারেশন সিন্দুরের মাধ্যমে, আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ভিন্ন রাস্তা বেছে নিয়েছি। নরেন্দ্র মোদি সরকারের অবস্থান স্পষ্ট - আলোচনা এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। সভ্য ও গণতান্ত্রিক দেশের সঙ্গে সংলাপ চলতে পারে। কিন্তু যে দেশের মধ্যে গণতন্ত্রের অস্তিত্ব নেই, এবং ভারতের বিরুদ্ধে কেবল ধর্মীয় উগ্রতা এবং ঘৃণা রয়েছে, তাদের সঙ্গে সংলাপ চলতে পারে না... সন্ত্রাসবাদের ভাষা ভয়, রক্ত এবং ঘৃণা...সংলাপ নয়। বন্দুকের গুলিতে সংলাপের কণ্ঠস্বর দমন করা হয়। যেখানে রক্তপাত হয় সেখানে আলোচনা হতে পারে না... পাকিস্তান নিজের ফাঁদে আটকা পড়েছে... পাকিস্তানের উদ্দেশ্য এবং নীতি সম্পর্কে কোনও সন্দেহ থাকা উচিত নয়...এই ভারত নতুন ভারত,যা প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেকোনো পর্যায়ে যেতে পারে..."
উত্তরে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, "রাজনাথ সিং জি অনেক তথ্য দিয়েছেন, কিন্তু প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি কখনও উল্লেখ করেননি যে কীভাবে পাকিস্তান থেকে সন্ত্রাসীরা পহেলগাঁও পৌঁছে ২৬ জনকে হত্যা করেছে.. এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করা আমাদের কর্তব্য।"























