Rajnath Singh: 'ওঁদের প্রশ্ন জাতীয় আবেগের সঙ্গে যায় না', 'অপারেশন সিঁদুর' আলোচনায় বিরোধীদের তুলোধনা রাজনাথের
Operation Sindoor: এই বিষয়ে আলোচনার জন্য বিরোধীদের কী প্রশ্ন হওয়া উচিত তা তুলে ধরেন রাজনাথ।

নয়াদিল্লি : বহু প্রতীক্ষিত 'অপারেশন সিঁদুর' নিয়ে আলোচনা শুরু হল সংসদে। এদিন লোকসভায় এই আলোচনার শুরু করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর আলোচনার শুরুতেই বিরোধীদের নিশানা করলেন তিনি। এই বিষয়ে আলোচনার জন্য বিরোধীদের কী প্রশ্ন হওয়া উচিত তা তুলে ধরেন রাজনাথ। সুর চড়িয়ে বিরোধীদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, "বিরোধী দলের কিছু সদস্য জিজ্ঞাসা করছেন যে, আমাদের কতগুলি বিমান মাটিতে গুলি করে নামানো হয়েছে। আমার মনে হয়, তাঁদের প্রশ্ন আমাদের জাতীয় আবেগের সঙ্গে যায় না। তাঁরা আমাদের জিজ্ঞাসা করেননি যে আমাদের সশস্ত্র বাহিনী কতগুলি শত্রু-বিমান গুলি করে নামিয়েছে। যদি তাদের প্রশ্ন করতেই হয়, তাহলে সেটা হল ভারত জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করেছে কি না, এবং তার উত্তর হল, হ্যাঁ... যদি আপনার কোনও প্রশ্ন থাকে, তাহলে সেটা হল, অপারেশন সিন্দুর সফল হয়েছে কি না। তার উত্তর হল, হ্যাঁ। জঙ্গিদের মাথা কি নিকেশ হয়েছে ? হ্যাঁ। যদি আপনার কোনও প্রশ্ন থাকে, তাহলে জিজ্ঞাসা করুন: এই অভিযানে আমাদের কোন সাহসী জওয়ান কি আহত হয়েছেন ? উত্তর হল, না, আমাদের কোনও জওয়ান আহত হননি।" Rajnath Singh
#WATCH | Delhi | In the Lok Sabha, Defence Minister Rajnath Singh says, "... Few members of the Opposition have been asking how many of our aircraft were shot down? I feel their question does not adequately represent our national sentiments. They have not asked us how many enemy… pic.twitter.com/QlzKWr7BRj
— ANI (@ANI) July 28, 2025
প্রতিরক্ষামন্ত্রীর সংযোজন, "আমাদের সরকার পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপনের জন্য একাধিক চেষ্টা করেছে। কিন্তু পরে, ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইক, ২০১৯ সালে বালাকোট এয়ার স্ট্রাইক ও ২০২৫ সালে অপারেশন সিঁদুরের মাধ্যমে, আমরা শান্তি স্থাপনের অন্য পথ বেছে নিয়েছি। নরেন্দ্র মোদি সরকারের অবস্থান পরিষ্কার...আলোচনা এবং সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না।"
On Operation Sindoor, Defence Minister Rajanth Singh says, "Our government has also made numerous efforts to establish peace with Pakistan. But later, through the 2016 surgical strike, the 2019 Balakot air strike, and the 2025 Operation Sindoor, we have adopted a different path… pic.twitter.com/62kUx9m86R
— ANI (@ANI) July 28, 2025























