Women's Reservation Bill: পক্ষে বিপুল ভোট! রাজ্যসভায় পাস মহিলা সংরক্ষণ বিল
Parliament Special Session:সংসদের উচ্চকক্ষে বিলের পক্ষে ১৭১ ভোট।
নয়াদিল্লি: রাজ্যসভায় (Rajya Sabha) মহিলা সংরক্ষণ বিল (Women's Reservation Bill) পাস। সংসদের উচ্চকক্ষে বিলের পক্ষে ২১৫টি ভোট। বিপক্ষে শূন্য ভোট। এদিন তার কিছু আগেই ধ্বনি ভোটে রাজ্যসভায় পাস হয় মহিলা সংরক্ষণ বিল। এবার বিল আইনে পরিণত হওয়ার জন্য রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা। সংসদের ২ কক্ষেই বিল পাস হয়ে যাওয়ায়, রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আইনে পরিণত হবে এটি।
লোকসভায় এই বিলের ভোটাভুটির সময়ে ২জন বিপক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু রাজ্যসভায় কোনও বিপক্ষের ভোট পড়েনি। বিরোধীরা এই বিলে সমর্থন জানিয়েছে। কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে বক্তব্য রাখার সময় এই বিলে সমর্থন জানানোর কথা বলেন। কিন্তু পাশপাশি তিনি এটাও দাবি করেন যে, এই বিল যেন শুধুমাত্র ভোটের 'জুমলা' না হয়ে দাঁড়ায়। এইদিন অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিও বক্তব্য রাখেন।
এই বিল পাশ হওয়ার পরে এদিন মহিলা সাংসদদের সঙ্গে দেখাও করেন নরেন্দ্র মোদি। তাঁকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, 'যাঁরা পরিবর্তন আনলেন তাঁরা একসঙ্গে উদযাপন করছেন, এটা দেখা খুবই আনন্দিত। এই নারী শক্তি বন্দন অধিনিয়ম-এর মাধ্যমে ভারত আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।'
Prime Minister Narendra Modi met the women MPs after the passage of the Nari Shakti Vandan Adhiniyam.
— ANI (@ANI) September 21, 2023
"It is gladdening to see the torchbearers of change come together to celebrate the very legislation they have championed. With the passage of the Nari Shakti Vandan Adhiniyam,… pic.twitter.com/MZyIWt5nui
কংগ্রেস সাংসদ কপিল সিবল বলেন, 'আমরা সবাই এই আইন চাই। প্রশ্ন হচ্ছে আমরা এখনই চাই। আমি জানি না ওটা কখন হবে? ওরা বলছে ২০২৯, কিন্তু এটা আরও আগে হওয়া উচিত। ওরা আবার স্বপ্ন ফেরি করছে। ২০১৪ সালেই সহজে এই বিল আনতে পারত ওরা।'
এর আগে লোকসভায় পাস হয় ওই বিল:
বুধবার লোকসভায় পাস হয় মহিলা সংরক্ষণ বিল। বিলের পক্ষে পড়েছিল ৪৫৪টি ভোট, বিপক্ষে পড়েছিল ২টি ভোট। এই আইনের ফলে দেশের আইনসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে মহিলাদের জন্য। মোদি সরকারের আনা এই বিলে লোকসভায় শর্তসাপেক্ষে সমর্থন করেছে বিরোধীরা।
আরও পড়ুন: মায়ের সঙ্গে শপিং এখনও বাকি,পরিচালক-অভিনেতা সৌরভের পুজো প্রস্তুতি কেমন চলছে? খোঁজ নিল এবিপি লাইভ