Ram Mandir: রামলালার দরবার সাজানো হবে বিশেষ ধরনের গোলাপে, কী বিশেষত্ব থাকছে সেই ফুলে?
Ram Mandir Celebration: রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যাকে নবরূপে সাজিয়ে তোলার কাজ চলছে।
অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্যা: ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। জোর কদমে চলছে তার প্রস্তুতি। তার আগে অযোধ্যাজুড়ে সাজো সাজো রব। রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে দেশজুড়ে উন্মাদনা তৈরি হয়েছে। ক্রমশ ভিড় বাড়ছে অযোধ্যায়।
রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যাকে নবরূপে সাজিয়ে তোলার কাজ চলছে। এদিন রামের শহরে ধর্মপথ, রামপথ, ভক্তিপথ ও জন্মভূমিপথ, এই চারটি রাস্তার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এদিকে দেখা গিয়েছে, রামলালার দরবার সাজানো হবে বিশেষ ধরনের গোলাপ দিয়ে। ফুলের পাপড়ির ওপর ছাপা থাকবে রামলালার মুখ ও রাম নাম। গুজরাত থেকে এসেছেন ফুল ব্যবসায়ী অশোক ধনশালী। তাঁর পরিবারের হাতেই রামলালার দরবার সাজানোর ভার।
রাম জন্মভূমিতে শুধুই রামায়ণের থিম। প্রত্য়েকটা বাড়ি সেজে উঠেছে একইরকম রঙে। প্রতিটা লাইটস্ট্যান্ড ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে।
আরও পড়ুন, অমৃত ভারত এবং বন্দে ভারত ট্রেনের মধ্যে বিস্তর পার্থক্য? কোনটিতে টিকিট কাটলে লাভ?
এদিকে, পুরাণে বলা হয়, রাম লালার মাতুলালয়, ছত্তীসগঢ়ের চাঁদখুড়িতে। আর নেপালের জনকপুরে জন্ম হয় সীতার। সূত্রের খবর, অযোধ্যায় রাম-লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই দুই জায়গা থেকে আসছে প্রচুর উপহার। রামলালার জন্য প্রচুর উপহার আসছে নেপাল থেকে। আসছে বিভিন্ন ধরনের গয়না, বাসন, এবং মিষ্টি। ৩ কুইন্টাল চাল আসছে ছত্তীসগঢ় থেকে। বদোঢ়রা থেকে ১০৮ ফুট লম্বা ধূপও পাঠানো হচ্ছে রামলালার জন্য। পটনার মহাবীর ট্রাস্ট থেকে পাঠানো হয়েছে সোনার ধনুক। রামমন্দিরে এখন শুধুই শেষ মুহূর্তের প্রস্তুতি।
২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল আরও বাড়বে বলেই আশা সকলের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে