Ram Temple Inauguration: রামমন্দির উদ্বোধনে এসে হৃদরোগে আক্রান্ত ভক্ত, প্রাণ বাঁচাল..
Heart Attack Ram Temple: অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে এসে হৃদরোগে আক্রান্ত হন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, বাঁচিয়ে দিল অযোধ্যার মোবাইল হাসপাতাল..
![Ram Temple Inauguration: রামমন্দির উদ্বোধনে এসে হৃদরোগে আক্রান্ত ভক্ত, প্রাণ বাঁচাল.. Ram Temple Inauguration: Man attending Ram Mandir event suffers heart attack, IAF s intervention saves him Ram Temple Inauguration: রামমন্দির উদ্বোধনে এসে হৃদরোগে আক্রান্ত ভক্ত, প্রাণ বাঁচাল..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/351deca86a92f94ff8233c54ebf5f8d91705945521943484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অযোধ্যা: সদ্য শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2024)। ভিন রাজ্য থেকে আগত পুর্ণার্থী গঙ্গাসাগরে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়তেই, এগিয়ে এসেছিল এয়ার অ্যাম্বুলেন্স। আর এবার রামমন্দির উদ্বোধনে এসে হৃদরোগে আক্রান্ত হলেন এক ভক্ত।
অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে (Ram Temple Inauguration) এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য রামকৃষ্ণ শ্রীবাস্তব। আক্রান্ত হন হৃদরোগে। কিন্তু শেষ অবধি তাঁকে বাঁচিয়ে দিল অযোধ্যার মোবাইল হাসপাতাল। অসুস্থ হওয়ার খবর পৌঁছতেই তাঁকে ভারতীয় বায়ুসেনার জওয়ানের একটি দল তাঁর প্রাথমিক চিকিৎসা করে। এরপর তাঁর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হতেই তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবার বাড়িতে রাম-জ্যোতি জ্বালিয়ে তাঁকে স্বাগত জানানোর আর্জি রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে লিখলেন, 'আজ নিজের ভব্য মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন রামলালা। এই পবিত্র উৎসব উপলক্ষ্য়ে দেশবাসীর কাছে আবেদন, নিজেদের ঘরে রাম-জ্যোতি জ্বালিয়ে তাঁকে স্বাগত জানান। জয় সিয়ারাম।'
দেশবাসীর কাছে এই মর্মে আগেও আবেদন জানান প্রধানমন্ত্রী। আর্জি ছিল, ওই দিন যেন ঘরে ঘরে ৫টি করে প্রদীপ জ্বালানো হয়। আর এতেই এখানে অকাল দীপাবলির পরিস্থিতি তৈরি হয়। যেমন হাওড়ার পিলখানার ভাঁড়পট্টির মৃৎশিল্পীরা। ভাঁড় তৈরির পাশাপাশি বাড়ির মহিলারা সংসারের কাজ মিটিয়ে প্রদীপ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। বাজারের পাইকারি বিক্রেতারা এসে তাঁদের কাছে অর্ডারও দিয়ে গিয়েছেন।
রামমন্দির প্রতিষ্ঠার দিনই (Ram Temple) বহুদিন ধরে চলে আসা বিতর্কের যবনিকা টানলেন প্রধানমন্ত্রী (PM Modi)। রামমন্দির প্রতিষ্ঠানের দিন এদিন প্রধানমন্ত্রী বলেন, 'সেটাও একটা সময় ছিল, যখন কিছু মানুষ বলেছিল যে, রামমন্দির তৈরি হলে আগুন লেগে যাবে। এরকম মানুষ ভারতের সামাজিক পবিত্র দিককে জানতেই পারেনি। রামলালার এই পবিত্র মন্দিরের নির্মাণ, ভারতীয় সমাজের শান্তি, সদভাবের প্রতীক। আমি দেখছিলাম, যে রাম মন্দিরের নির্মাণ কোনও আগুনকে নয়, নতুন তেজের জন্ম দিয়েছে।'
আরও পড়ুন, অযোধ্যা থেকে ফিরেই নিজ বাসভবনে 'রাম-জ্যোতি' জ্বাললেন প্রধানমন্ত্রী
মোদির সংযোজন, 'এটা হল রামের রূপে রাষ্ট্রচেতনার মন্দির। রাম ভারতের ভরসা। রাম ভারতের বিচার। রামই ভারতের প্রতিষ্ঠান। রামই নীতি। রামই হলেন বিশ্ব আত্মা। আর এই জন্যই রামের প্রতিষ্ঠা যখন হয়, তখন তার প্রবাহ , শুধু কোনও শতাব্দীতেই থেমে থাকে না। এর প্রবাহ হাজার বছরের জন্য হয়। এরপরেই মোদি মহর্ষি বাল্মীকির কথা মনে করিয়ে বলেন, রামের প্রবাহমান কাল ১০ হাজার বছর।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)