Ramakrishna Jayanti: বেলুড় মঠে ভক্তশূন্য অবস্থায় পালন শ্রী রামকৃষ্ণের জন্মতিথি
গত মাসে খোলা হয় বেলুড় মঠ। তখনই বলা হয়ছিল শ্রী রামকৃষ্ণের জন্মতিথি এবং পরের রবিবার জন্ম উৎসবে ভক্তদের প্রবেশ নিষেধ। অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনা। সেই কারণেই এই সিদ্ধান্ত। মূল মন্দিরে যে বিশেষ পুজো হোম হয় তা দেখা দেখা যাবে ভার্চুয়াল মাধ্যমে।
সঞ্চয়ন মিত্র, বেলুড়: আজ শ্রী রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি ৷ করোনা আবহে এবার ভক্তশূন্য বেলুড় মঠ। কিছুদিন আগে বেলুড় মঠ খুললেও, উত্সবের আবহে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় আজ ভক্তদের প্রবেশ নিষেধ। মন্দিরে পূজার্চনার আয়োজন করা হয়েছে। রীতি মেনে মঙ্গলারতি হয়েছে। চলছে পূজাপাঠ। অন্যবার শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে ভক্ত সমাগম হয়।
গত মাসে খোলা হয় বেলুড় মঠ। তখনই বলা হয়ছিল শ্রী রামকৃষ্ণের জন্মতিথি এবং পরের রবিবার জন্ম উৎসবে ভক্তদের প্রবেশ নিষেধ। অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনা। সেই কারণেই এই সিদ্ধান্ত। মূল মন্দিরে যে বিশেষ পুজো হোম হয় তা দেখা দেখা যাবে ভার্চুয়াল মাধ্যমে।
মানুষের জন্য তাঁর ভাবনার অন্ত ছিল না। কিন্তু সেই তাঁরই জন্মতিথিতে ভক্তদের থেকে দূরেই থাকলেন ঠাকুর। করোনাকালে অন্যান্য উৎসবমুখর দিনের মতো এদিনও বেলুড়মঠ থাকবে ভক্তশূন্য। পাশাপাশি ২১ মার্চ শ্রী শ্রী ঠাকুরজন্মমহোৎসবের দিনও ভক্ত-দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে বেলুড়মঠ। করোনা আবহে বন্ধ থাকার পর গত ১০ ফেব্রুয়ারি শর্তসাপেক্ষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় বেলুড়মঠ। মঠ কর্তৃপক্ষ জানিয়েছে যাবতীয় অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করা হবে সোশ্যাল মিডিয়ায়।
গত ১০ ফেব্রুয়ারি থেকে দর্শনার্থীদের জন্য খুলে যায় বেলুড় মঠ। ২৫ মার্চ মঠ বন্ধ হয়েছিল। মাঝে ১৫ জুন বেলুড় মঠ খুললেও গত ২ অগাস্ট ফের বন্ধ হয়ে যায়। তারপর আবার গত মাসে খোলে। তবে বেলুড় মঠ খুললেও দর্শনার্থীদের জন্য থাকছে বেশ কিছু বিধিনিষেধ। সাধারণভাবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ভক্তদের মানতে হবে করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ।
এই বিধি অনুযায়ী, সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা এবং দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সওয়া ৫টা পর্যন্ত মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মূল মন্দিরে বসে ধ্যান করা বা আরতি দেখা যাবে না। আপাতত বন্ধ থাকবে প্রসাদ বিতরণ। করোনার জেরে লকডাউনের কারণে গত ২৫ মার্চ প্রথম দফায় বন্ধ হয়েছিল বেলুড় মঠ। তারপর গত ১৫ জুন মঠ খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। অতিরিক্ত ভিড় এড়াতে আর আগে ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজোতেও বন্ধ ছিল বেলুড় মঠ।