Ramesh Pokhriyal Corona Positive: করোনা আক্রান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল
আজ, বুধবার নিজেই এই খবর জানিয়েছেন তিনি।
নয়াদিল্লি: করোনার কবলে ফের আরেক কেন্দ্রীয় মন্ত্রী। এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আজ, বুধবার নিজেই এই খবর জানিয়েছেন তিনি।
ট্যুইট করে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন,সবাইকে জানাচ্ছি আমি কোভিড পজিটিভ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু হয়েছে। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন তাঁরা পরীক্ষা করিয়ে নিন।
ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা। গত ১৬ এপ্রিল করোনা আক্রান্ত হন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। আট মাসের মধ্যে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। করোনা আক্রান্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। আজই করোনা আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আক্রান্তের তালিকায় আছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। করোনা আক্রান্ত হয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও।
ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। দেশজুড়ে আছড়ে পড়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এই আবহে আশঙ্কার মেঘ দেখছেন খোদ চিকিৎসক মহল। বিশেষজ্ঞদের মতে, প্রথম ঢেউয়ের থেকে ভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণের হার আরও মারাত্মক। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা ছাপিয়ে যাচ্ছে আগের দিনের পরিসংখ্যানকে। সংক্রমণের এই বাড়বাড়ন্ত রূপে সিঁদুরে মেঘ দেখছে বিশেষজ্ঞ মহল।
করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই একাধিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকার। উত্তরপ্রদেশে কোনও ব্যক্তিকে মাস্ক ছাড়া দেখা গেলে প্রথম দফায় ১ হাজার টাকা এবং পরের বার ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। চলতি সপ্তাহের গোড়ার দিকে আগামী ১৫ দিনের জন্য কড়া নিয়মবিধি লাগু করে মহারাষ্ট্র। সপ্তাহের শেষে কার্ফু জারি করেছিল দিল্লি সরকার। দিল্লি সরকার জানায় আগামী সোমবার পর্যন্ত জারি থাকবে এই কার্ফু।
দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড গড়ল ভারত। সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ২.৯৫ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ। ভারতের আগে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল দেশ। গত ২৪-ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ২ হাজার পার করল। এই প্রথম দেশে দৈনিক মৃত্যু ২ হাজার ছুঁল। গত ২৪-ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ২,০২৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনের।