Illegal Bangladeshi Immigrants:নিয়ম না মেনে ভারতে, ফেরত পাঠানো হবে বহু বাংলাদেশিকে ; কোন কাজ করতে বলা হয়েছে বাংলাদেশকে ? জানাল সরকার
India Bangladesh News: এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতে যাঁরা অবৈধভাবে রয়েছেন, তাঁরা বাংলাদেশী হোন বা অন্য দেশের নাগরিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নয়াদিল্লি: ভারতে বসবাসকারী বাংলাদেশী অনুপ্রেবশকারীদের দেশে ফেরাতে চায়। সংশ্লিষ্টরা আদৌ সেদেশের নাগরিক কিনা যাচাইয়ের জন্য বাংলাদেশে প্রক্রিয়া শুরুর আবেদন জানিয়েছে ভারত।
এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতে যাঁরা অবৈধভাবে রয়েছেন, তাঁরা বাংলাদেশী হোন বা অন্য দেশের নাগরিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিক যাঁরা ভারতে রয়েছেন, তাঁদের দেশে ফেরত পাঠাতে হবে। তাঁদের নাগরিকত্ব যাচাইয়ের কথা বাংলাদেশকেও বলা হয়েছে। ২৩৬০ থেকেও বেশি নাগরিককে নির্বাসিত করার প্রয়োজন রয়েছে। এদের মধ্যে কেউ কেউ জেল খেটেছেন। কারও আবার নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া ২০২০ সাল থেকে স্থগিত রয়েছে।
এমাসের শুরুতে ৫ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয় অসমে। অসমের সালমারা জেলায় অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন তাঁরা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, "প্রতিবেশী দেশে বস্ত্র শিল্প ভেঙে পড়েছে। ফলে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন। তার ফলে গত কয়েকমাসে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে গিয়েছে। গত কয়েকমাসে প্রায় এক হাজার বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পরেই তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
গত মাসে দিল্লি পুলিশ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ৬ জন অবৈধ অনুপ্রেবশকারীকে গ্রেফতার করে। এই ৬ বাংলাদেশী মানবপাচারের সঙ্গেও যুক্ত ছিল। বাংলাদেশ থেকে এদেশে এসে পাচার করত। কোনও বৈধ নথি ছাড়াই তাঁরা এদেশে বাস করছিল। এপ্রিল মাসে গুজরাত থেকে একদিনে এক হাজার বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। আমেদাবাদ পুলিশ গ্রেফতার করে ৮৯০ জনকে। সুরাত পুলিশ গ্রেফতার করে ১৩৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে। সূত্রের খবর, বাংলাদেশের সংবাদমাধ্যম প্রচার করেছে ৭ থেকে ৯ মে-র মধ্যে রোহিঙ্গা সহ বাংলাদেশীদের ফেরত পাঠিয়েছে BSF।























