এক্সপ্লোর
Advertisement
‘বৈষম্যমূলক, মহাত্মা গাঁধীর আদর্শের বিপরীত’, রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধন বিলে সমর্থন নয়, নীতীশকুমারকে আবেদন প্রশান্ত কিশোরের
রাজ্যসভায় বিল পেশ হলে দল যাতে তা সমর্থনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে, দলের প্রধান নীতীশ কুমারকে আবেদন করেছেন দলের জাতীয় মুখপাত্র পবন বর্মা। তিনি লিখেছেন, বিলটি অসাংবিধানিক, বৈষম্যমূলক, দেশের ঐক্য ও সংহতির বিরোধী।
নয়াদিল্লি: লোকসভায় দলের নাগরিকত্ব সংশোধন বিল, ২০১৯ এর পক্ষে ভোট দেওয়ার পদক্ষেপ মেনে নিতে পারছেন না প্রশান্ত কিশোর, পবন বর্মা। নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) বা জেডি (ইউ) এর এই দুই শীর্ষনেতা বিল সমর্থনের সিদ্ধান্তের সঙ্গে সহমত নন। দুজনেরই বক্তব্য, বিলটি বৈষম্যমূলক, মহাত্মা গাঁধীর আদর্শের বিপরীত।
নির্বাচনী কৌশল রচয়িতা বা পোল স্ট্র্যাটেজিস্ট হিসাবে পরিচিত প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলের জাতীয় সহ সভাপতি। তিনি ট্যুইট করে গতকালের দলের পদক্ষেপ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। লিখেছেন, যে নাগরিক সংশোধন বিল ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের অধিকারের প্রশ্নে বৈষম্য করছে, জেডিইউ তা সমর্থন করছে দেখে হতাশ হয়েছি। এটা দলের সংবিধানের সঙ্গে মানানসই নয়, যার একেবারে প্রথম পৃষ্ঠাতেই ধর্মনিরপেক্ষ শব্দটা তিনবার উল্লেখ করা রয়েছে। যে নেতৃত্ব গাঁধীবাদী আদর্শের রাস্তায় অনুপ্রাণিত বলে ঘোষণা করে, তারও পরিপন্থী এটা।
Disappointed to see JDU supporting #CAB that discriminates right of citizenship on the basis of religion.
It's incongruous with the party's constitution that carries the word secular thrice on the very first page and the leadership that is supposedly guided by Gandhian ideals.
— Prashant Kishor (@PrashantKishor) December 9, 2019
রাজ্যসভায় বিল পেশ হলে দল যাতে তা সমর্থনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে, দলের প্রধান নীতীশ কুমারকে আবেদন করেছেন দলের জাতীয় মুখপাত্র পবন বর্মা। তিনি লিখেছেন, বিলটি অসাংবিধানিক, বৈষম্যমূলক, দেশের ঐক্য ও সংহতির বিরোধী। জেডিইউয়ের ধর্মনিরপেক্ষ নীতিরও পরিপন্থী। গাঁধীটি কঠোর ভাবে এর বিরোধিতা করতেন।
ঘটনাচক্রে বিহারে বিজেপির জোটসঙ্গী জেডি ইউ চলতি বছরের গোড়ায় সংসদে তিন তালাক বিলের বিরোধিতা করেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement