Interpol Issues Notice:খালিস্তানপন্থী সংগঠনের সদস্য করণবীর সিংহের নামে রেড কর্নার নোটিস জারি ইন্টারপোলের
Khalistani Outfit Member Karanvir Singh:খালিস্তানপন্থী সংগঠন, 'বব্বর খালসা ইন্টারন্যাশনাল'-এর সদস্য করণবীর সিংহের নামে এবার রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল।
নয়াদিল্লি: খালিস্তানপন্থী (Khalistani Terrorist group) সংগঠন, 'বব্বর খালসা ইন্টারন্যাশনাল'-এর সদস্য করণবীর সিংহের (Karanvir Singh) নামে এবার রেড কর্নার নোটিস (Red Corner Notice) জারি করল ইন্টারপোল (Interpol)। সূত্রের খবর, আদতে পঞ্জাবের কপুরথালা জেলার বাসিন্দা করণবীর এই মুহূর্তে পাকিস্তানে আত্মগোপন করে রয়েছে বলে জানতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা। চরমপন্থী শিখ নেতা হরদীপ সিংহ নিজ্জরের মৃত্যু নিয়ে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন যখন চরমে, তখন আর এক খালিস্তানপন্থী নেতার নামে ইন্টারপোলের এই রেড কর্নার নোটিস আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে।
বিশদে...
সূত্রের খবর ৩৮ বছরের করণবীর, বব্বর খালসার জঙ্গি বধু সিংহ এবং হরবিন্দর সিংহ রিনধার ডান হাত। ইন্টারপোলের মতে, অপরাধমূলক ষড়যন্ত্র, খুন, অস্ত্র আইন, বিস্ফোরক উপাদান সংক্রান্ত আইন, সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য অর্থ সংগ্রহ, ষড়যন্ত্র এবং সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ভারতে মামলা দায়ের করা হয়েছে। ইন্টারপোলের রেড কর্নার নোটিসের অর্থ, সংগঠনের কোনও সদস্য় রাষ্ট্র অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক ভাবে আটক রাখার আর্জি জানিয়েছে। যত দিন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি হয় আত্মসমর্পণ না করে বা তার প্রত্যর্পণের ব্যবস্থা না করা যায়, তত দিন পর্যন্ত তাকে আটকের অনুরোধ জানানোর বার্তাই মূল কথা এই রেড কর্নার নোটিসের। সে দিক থেকে দেখলে, ইন্টারপোলের এই সাম্প্রতিক নোটিসের অন্য় তাৎপর্য রয়েছে।
হরিয়ানা পুলিশ সূত্রে খবর, তাদের 'মোস্ট ওয়ান্টেড'-এর তালিকায় থাকা অভিযুক্ত করণবীর সিংহের বিরুদ্ধে ইন্টারপোলকে এই রেড কর্নার নোটিস জারি করাতে অগ্রণী ভূমিকা পালন করেছে রোহতক পুলিশ। এর আগে, গ্যাংস্টার হিমাংশু ওরফে ভাউয়ের নামেও রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। তবে করণবীরের বিরুদ্ধে এমন সময়ে এই নোটিস জারি হল, যা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। প্রায় সপ্তাহখানেক ধরে খালিস্তানপন্থী জঙ্গি নেতা হরদীপ সিংহ নিজ্জরের মৃত্যু নিয়ে নয়াদিল্লি-ওটায়া তরজা চলছে।
ভারত-কানাডা টানাপড়েন...
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ, হরদীপের মৃত্যুতে ভারতের হাত রয়েছে। এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য়প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে ভারত। শুধু তাই নয়। নিউ ইয়র্কের সাংবাদিক সম্মেলনে নিজের অভিযোগের পক্ষে ট্রুডো যে কোনও প্রমাণ পেশ করতে পারেননি, তাতেও ভারতের অবস্থানই শক্তিশালী হয়েছে। গত বৃহস্পতিবার, ভারতের বিদেশমন্ত্রক জানায়, হরদীপের মৃত্যু নিয়ে কানাডার তরফে কোনও তথ্যও দেওয়া হয়নি। যদিও দু'পক্ষের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তুঙ্গে।
আরও পড়ুন:৩০০ কোটি টাকার অফার? 'দ্য কাশ্মীর ফাইলস ২' আনছেন বিবেক অগ্নিহোত্রী?