The Kashmir Files 2: ৩০০ কোটি টাকার অফার? 'দ্য কাশ্মীর ফাইলস ২' আনছেন বিবেক অগ্নিহোত্রী?
Vivek Agnihotri: ছবির প্রচারে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানান, তাঁর এই ছবিতে ইন্ডাস্ট্রির তরফে একটি 'নিষেধাজ্ঞা' তৈরি করা হয়েছে এবং কেউ এই ছবি নিয়ে ইচ্ছাকৃতভাবেই কোনও কথা বলছে না।
কলকাতা: ২০২২ সালের মার্চে মুক্তি পেয়েছিল 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। প্রবল সমালোচনার সম্মুখীন হলেও বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছিল বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি। এবার শোনা যাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস ২' (The Kashmir Files 2) আসতে পারে? সত্যিই কি তাই? কী বললেন পরিচালক?
'দ্য কাশ্মীর ফাইলস ২' প্রসঙ্গে কী বললেন বিবেক অগ্নিহোত্রী?
ভারতের প্রথম 'বায়ো-সায়েন্স' ঘরানার ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার' নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্রী। আপাতত সেই ছবির প্রচার নিয়েই ব্যস্ত পরিচালক। পল্লবী যোশী প্রযোজিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী বৃহস্পতিবার। দেশের বৈজ্ঞানিকদের তৈরি করা করোনার প্রতিষেধক 'কোভ্যাক্সিন' তৈরির গল্প বলবে এই ছবি।
ছবির প্রচারে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানান, তাঁর এই ছবিতে ইন্ডাস্ট্রির তরফে একটি 'নিষেধাজ্ঞা' তৈরি করা হয়েছে এবং কেউ এই ছবি নিয়ে ইচ্ছাকৃতভাবেই কোনও কথা বলছে না। তিনি বলেন, 'যখন 'বুদ্ধা ইন এ ট্র্যাফিক জ্যাম' এসেছিল, অন্তত ৫০ থেকে ১০০ জন ইউটিউবে তার রিভিউ করেছিলেন। 'দ্য তাসকেন্ত ফাইল'-এর ক্ষেত্রে, আমাদের সীমিত সংস্থান ছিল এবং এটি শুধুমাত্র ১৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আজকাল, আপনি যদি শুধু 'জওয়ান' নামটি লেখেন, কমপক্ষে হাজার দশেক লোক এসে তা রিভিউ করবে। মানুষ এখন অনেক ইউটিউব নির্ভর, তবুও, যখন 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর মতো একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আসছে, এবং সেটিও আমি একটি ৩৫০ কোটি টাকার চলচ্চিত্র দেওয়ার পরে আনছি যা একটি উল্লেখযোগ্য প্রভাব তৈরি করে, কেউ তার রিভিউ করেনি কারণ অর্থ প্রদান করা হচ্ছে এবং একটি নিষেধাজ্ঞা রয়েছে যে কেউ যেন আমাদের নাম উচ্চারণ না করে।'
আরও পড়ুন: Durga Puja 2023: অষ্টমীতে ধুতি-পাঞ্জাবিতে অঞ্জলি, পুজোয় পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা যীশুর
তিনি এও জানান যে প্রচুর প্রযোজনা সংস্থা ও নামী তারকা তাঁকে বিপুল টাকা অফার করেছেন 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির সিক্যুয়েল তৈরি করার জন্য। কিন্তু আর্থিক দিক কখনওই তাঁকে ভাবায়নি। তিনি বলেন, 'আমি সেই ফাঁদে পড়তে চাইনি। 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরে, প্রতিটি স্টুডিও আমাকে ২০০ থেকে ৩০০ কোটি টাকা দিতে প্রস্তুত ছিল এবং প্রত্যেক তারকা আমাকে ব্যক্তিগতভাবে ডেকেছেন এবং আমার সঙ্গে 'দিল্লি ফাইলস' বা 'দ্য কাশ্মীর ফাইলস' পার্ট ২ করার ইচ্ছা প্রকাশ করেছেন। যে কেউ সঠিক অর্থ বুঝলে 'দ্য কাশ্মীর ফাইলস ২' তৈরি করবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial