এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
জিওফোন ইউজারদের জন্য সুখবর, ১০০ মিনিটের কল আর ১০০ এসএমএস ফ্রি দিচ্ছে কম্পানি
জিও ফাইবার সার্ভিসের মাধ্যমে ৪জি ডেটা হেডঅন ভাউচার্সে দ্বিগুণ ডেটা ও বেসিক ব্রডব্যান্ড কানেক্টিভিটির মত পরিষেবাও থাকছে গ্রাহকদের জন্য।
নয়াদিল্লি: করোনা-লকডাউনের সময় কিন্তু গ্রাহকদের নানারকম সুবিধে দিচ্ছে টেলিকম কম্পানিগুলো। যেমন ধরুন বিএসএনএল আর এয়ারটেল। এরা গ্রাহকদের দিচ্ছে ফ্রি ইনকামিং কলের সুবিধে। তেমন এবার জিও-ও নিয়ে এল বেশ কিছু সুযোগ।
১৭ এপ্রিল পর্যন্ত কলিংয়ের জন্য ফ্রি ১০০ মিনিট আর ১০০ ফ্রি এসএমএসে সুবিধে দিচ্ছে রিলায়েন্স জিও। তবে এই সুবিধে পাবেন শুধু তাঁরাই, যাঁদের জিওফোন রয়েছে। জিওফোন প্ল্যানের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরেও ইনকামিং কলের সুবিধে পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা এটিএম রিচার্জের সুযোগও পাবেন এ জন্য ৯টি ব্যাঙ্কের সঙ্গে পার্টনারশিপ করেছে রিলায়েন্স জিও। যাতে লকডাউন চলাকালীন কোনও গ্রাহকের মোবাইল রিচার্জ করাতে গিয়ে অসুবিধেয় পড়তে না হয়, তাই এই ব্যবস্থা। এছাড়া ইউপিআই, এসএএমএস ও কলের মাধ্যমেও রিচার্জ যেমন করা যায়, করা যাবে।
জিও ফাইবার সার্ভিসের মাধ্যমে ৪জি ডেটা হেডঅন ভাউচার্সে দ্বিগুণ ডেটা ও বেসিক ব্রডব্যান্ড কানেক্টিভিটির মত পরিষেবাও থাকছে গ্রাহকদের জন্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement