Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসে সম্মানিত হবেন ৯০১ জন পুলিশকর্মী; সাহসিকতা, সেবামূলক কাজে পুরস্কার
Republic Day 2023 Personnel Police: পিআইবি সূত্রে এই খবর জানানো হয়েছে, ১৪০টি বীরত্ব পুরস্কারের মধ্যে মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে ৮০ জন কর্মী এবং জম্মু ও কাশ্মীরের ৪৫ জন কর্মীকে পুরস্কৃত করা হচ্ছে।
কলকাতা: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রের ও বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ৯০১ জন পুলিশকর্মীকে সম্মানিত করা হচ্ছে। এর মধ্যে ১৪০ জন বীরত্বের জন্য পুলিশ পদক (Police Medal for Gallantry) পাচ্ছেন ৷ ৯৩ জন রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন। ৬৬৮ জন প্রংশসনীয় দেশের সেবার জন্য পুলিশ পদক (Police Medal for Meritorious Service) পাচ্ছেন।
পিআইবি সূত্রে এই খবর জানানো হয়েছে, ১৪০টি বীরত্ব পুরস্কারের মধ্যে মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে ৮০ জন কর্মী এবং জম্মু ও কাশ্মীরের ৪৫ জন কর্মীকে পুরস্কৃত করা হচ্ছে। বীরত্ব পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন সিআরপিএফ থেকে ৪৮ জন, মহারাষ্ট্রের ৩১ জন, জম্মু ও কাশ্মীর পুলিশের ২৫ জন ৷ এছাড়াও ঝাড়খণ্ডের ৯ জন, দিল্লি, ছত্তিশগড় ও বিএসএফ থেকে ৭ জন এবং অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং সিএপিএফ থেকে বাকিরা পদক পাচ্ছেন (Republic Day 2023) ।বীরত্ব প্রাপ্তদের জন্য ১৪০টি পুলিশ পদকের মধ্যে ১৬ জনকে মরণোত্তর প্রদান করা হচ্ছে।
এদিকে, দেশের প্রজাতন্ত্র দিবসের সমারোহ ঘিরে সাজো সাজো রব বিভিন্নপ্রান্তে। রাজধানী দিল্লির বুকে শেষ মুহূর্তের প্রস্তুতিতে উঠে আসছে রাজকীয় মহড়ার নানান দৃশ্য। তারই মাঝে, ভারতে পা রাখলেন প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল-সিসি। তাঁকে স্বাগত জানিয়ে এদিন টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Republic Day: 901 police personnel awarded medals; CRPF bags maximum 48 Gallantry awards
— ANI Digital (@ani_digital) January 25, 2023
Read @ANI Story | https://t.co/vSJ8Ycw3Fp#RepublicDay2023 #RepublicDay #Gallantryawards #CRPF pic.twitter.com/iayC2kaByC
স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস, হোম গার্ড এবং সিভিল ডিফেন্স কর্মীদের রাষ্ট্রপতির পদক ঘোষণা করেছে ।