এক্সপ্লোর
Advertisement
সেনেটে প্রস্তাব গৃহীত, প্রবীণ কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতা গিলানিকে সর্বোচ্চ অসামরিক সম্মান শান-ই-পাকিস্তান দিচ্ছে পাকিস্তান
গত মাসে এক অডিও বার্তায় গিলানি হুরিয়ত চেয়ারম্যান পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে বিচ্ছিন্নতাবাদী জোট থেকে দূরে সরে যাওয়ার কথাও জানান। ২০১০ থেকে অধিকাংশ সময়ই গৃহবন্দি থাকা হুরিয়তের আজীবন সদস্য প্রবীণ গিলানি বলেন, সদস্যরা এখন মুক্ত। নিজেদের ভবিষ্যতের নেতা তাঁরাই বেছে নিতে পারবেন।
ইসলামাবাদ: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী শীর্ষনেতা সৈয়দ আলি শাহ গিলানিকে পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান নিশান-ই-পাকিস্তান দেওয়ার প্রস্তাব নিল সে দেশের সেনেট। গত মাসেই নানা ইস্যুতে কাশ্মীরের ভারত-বিরোধী বিচ্ছিন্নতাবাদী শিবিরের জোট হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান পদ ছেড়েছেন ৯০ বছর বয়সি গিলানি। এর কয়েকদিন বাদেই পাক সেনেটে তাঁকে সম্মান দেওয়ার উদ্যোগ।
পাক পার্লামেন্টের উচ্চ কক্ষে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, স্কুলের সিলেবাসে গিলানির জীবনকাহিনি ঢোকাতে হবে। ইসলামাবাদে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্য়ালয়ের নামকরণও তাঁর নামে করতে বলা হয়েছে পাকিস্তান সরকারকে।
গত মাসে এক অডিও বার্তায় গিলানি হুরিয়ত চেয়ারম্যান পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে বিচ্ছিন্নতাবাদী জোট থেকে দূরে সরে যাওয়ার কথাও জানান। ২০১০ থেকে অধিকাংশ সময়ই গৃহবন্দি থাকা হুরিয়তের আজীবন সদস্য প্রবীণ গিলানি বলেন, সদস্যরা এখন মুক্ত। নিজেদের ভবিষ্যতের নেতা তাঁরাই বেছে নিতে পারবেন। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি হুরিয়ত কনফারেন্স থেকে পদত্যাগ করছি। হুরিয়তের সব সদস্য সংগঠনকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।
ইস্তফার অন্যতম কারণ হিসাবে ‘নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহে’র উল্লেখও করেছিলেন গিলানি।
কাশ্মীরের শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতাদের অন্যতম গিলানির সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী মঞ্চ থেকে সরে যাওয়ার ফলে প্রবল আলোড়ন হয়েছিল কাশ্মীরের রাজনীতিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement