(Source: ECI/ABP News/ABP Majha)
আজই অবসর, কাল থেকে মুখ্য়মন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়
আজই অবসর, কাল থেকে মুখ্য়মন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়
কলকাতা: মেয়াদ বৃদ্ধি নয়, অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই সিদ্ধান্ত। আজই মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামিকাল থেকে মুখ্য়মন্ত্রীর মুখ্য উপদেষ্টা হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তিন বছরের জন্য এই পদে থাকবেন তিনি। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে একথা ঘোষমা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। জানিয়েছেন, নতুন মুখ্যসচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। স্বরাষ্ট্রসচিব হচ্ছেন বিপি গোপালিকা।
আজ সকাল পর্যন্তও ঠিক ছিল আগামী তিনমাস এক্সটেনশনেই মুখ্যসচিব হিসেবেই কাজ করবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুপুর গড়াতেই সিদ্ধান্ত বদল। মুখ্যসচিবের পদ থেকে অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
আজ নবান্নে মমতা বললেন, 'করোনাকালে ওঁকে আমাদের চাই। রাজ্যের গরিব, দুর্বল, তফসিলি জাতি, তফসিলি জনজাতি, সংখ্যালঘু মানুষের জন্য কাজ করছেন আলাপন। ও বলল ও আজই অবসর নিতে চায়। আমি চাইলেই ওকে আটকাতে পারতাম। আলাপন অনুমতি চেয়েছিল। আমি ওকে অনুমতি দিয়েছি।' আলাপন-সংঘাতে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, 'করোনা মোকাবিলায় মুখ্যসচিবকে রাজ্যেই রাখতে চেয়েছিলাম, এমন নির্মম প্রধানমন্ত্রী আগে দেখেনি।'
আলাপন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে পৌঁছে গিয়েছে। রাজ্যের আবেদনের পরেও অবিলম্বে নর্থ ব্লকে যোগ দিতে বলে ফের চিঠি দেয় দিল্লি। অবিলম্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চলতি মে মাসেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবন শেষ হওয়ার কথা ছিল। সম্প্রতি রাজ্যের অনুরোধে তিনমাসের সময়সীমা বাড়ানো হয়। যা কার্যকর হওয়ার কথা ছিল ১ জুন থেকে। কিন্তু তার আগেই মুখ্যসচিবকে চিঠি দিয়ে দিল্লিতে ডেকে পাঠায় কেন্দ্র। বলা হয় আগামী ৩১ মে সকাল ১০ দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করতে হবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। ক্যাবিনেট নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশ বলে জানানো হয়।
তবে ৩১ মে শেষ পর্যন্ত দিল্লি গেলেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তলব মতো সোমবার, ৩১ মে সকাল ১০টায় নয়াদিল্লির নর্থ ব্লকে কর্মিবর্গ মন্ত্রকে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু জানা যায়, রাজ্য তাঁকে ছাড়পত্র না দেওয়াতেই আলাপনের দিল্লি যাওয়া হচ্ছে না। যদিও তখনও পর্যন্ত স্থির ছিল, মুখ্যসচিব পদে আলাপনের কাজের মেয়াদ ৩ মাস বাড়ানোর যে ছাড়পত্র দিল্লি প্রথমে দিয়েছে, সেই অনুযায়ী তিনি রাজ্যের মুখ্যসচিব হিসেবেই কাজ চালিয়ে যাবেন তিনি। তবে বিকেলেই বদলে যায় প্রেক্ষাপট। মুখ্যসচিবের পদ থেকে অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে আলাপনের বদলির নির্দেশ প্রত্য়াহারের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি লেখেন মুখ্য়মন্ত্রী। কিন্তু সেই চিঠির কোনও উত্তর মেলেনি বলেন জানিয়েছেন মমতা।