Crime News: ফ্ল্যাট থেকে নগদ ২ লক্ষ ও ১২ ভরি সোনা উধাও ! উত্তরপাড়ায় দিনেদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা
ফ্ল্যাটে তালা দিয়ে কিছুক্ষণের জন্য বাইরে কাজে বেরিয়ে ছিলেন চিকিৎসকের স্ত্রী ৷ বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে আলমারি ফাঁকা করে চম্পট দেয় চোর। হুগলির উত্তরপাড়ায় চিকিৎসকের ফ্ল্যাট থেকে দিনে দুপুরে ২ লক্ষ টাকা ও ১২ ভরি সোনার গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: হুগলির উত্তরপাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বুধবার ৷ চিকিৎসকের ফ্ল্যাট থেকে দিনে দুপুরে ২ লক্ষ টাকা ও ১২ ভরি সোনার গয়না চুরি করে পালালো চোর ৷ ঘটনার পর এলাকায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় ৷ পরিবারের পক্ষ থেকে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ।
ফ্ল্যাটে তালা দিয়ে কিছুক্ষণের জন্য বাইরে কাজে বেরিয়ে ছিলেন চিকিৎসকের স্ত্রী ৷ সেসময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে আলমারি ফাঁকা করে চম্পট দেয় চোর। হুগলির উত্তরপাড়ায় চিকিৎসকের ফ্ল্যাট থেকে দিনে দুপুরে ২ লক্ষ টাকা ও ১২ ভরি সোনার গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, উত্তরপাড়া স্টেশন রোডের এলাকায় একটি আবাসনে থাকেন শিশুরোগ বিশেষজ্ঞ হরিপ্রসাদ গায়েন। মঙ্গলবার দুপুরে তিনি যখন চেম্বারে ছিলেন, তাঁর স্ত্রী ফ্লাটে চাবি দিয়ে দোকানে গিয়েছিলেন কিছু জিনিস কিনতে। চিকিৎসকের স্ত্রী কল্যাণীদেবী বাড়ি ফিরে এসে দেখেন তাঁর পরিচারিকা তাঁকে খোঁজাখুঁজি করছে।
পরিচারিকাই কল্যাণীদেবীকে বলেন যে ফ্ল্যাট ফাঁকা রেখে কোথায় গিয়েছিলেন। কল্যাণীদেবীর দাবি, তিনি ফ্ল্যাটে তালা দিয়েই বাইরে বেরিয়ে ছিলেন। সেই তালা ভেঙেই ভেতরে ঢোকে চোর। আলমারি ভেঙে লকার থেকে নগদ দু’লক্ষ টাকা এবং ১২ ভরি গয়না নিয়ে চম্পট দেয়। আবাসনের অন্য বাসিন্দারা কিছু টেরই পাননি। উত্তরপাড়ার ওই জমজমাট এলাকায় এই ধরনের দিনে দুপুরে চুরির ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, যে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।চোরের খোঁজ পেতে পুলিশে অভিযোগ জানিয়েছেন চিকিৎসক।