Tollywood Bollywood Year Ender: কারও বিয়ে, কারও বিচ্ছেদ, ২০২৫ সালে টলি-বলি তারকাদের ব্যক্তিগত জীবনও রইল চর্চায়
Tollywood Bollywood Relationship Controversy: ২০২৫ সালে ফিরে দেখা টলিউড থেকে বলিউডের সেই সব সম্পর্কদের, যাদের সম্পর্ক পূর্ণতা পেল বিবাহের বা ভেঙে গেল অকালেই।

কলকাতা: জীবন মানেই তো তার লতায় পাতায় জড়িয়ে থাকে সম্পর্ক। এ কথা যেমন সাধারণ মানুষদের ক্ষেত্রে সত্যি, তেমনই সত্যি তারকাদের ক্ষেত্রেও। রুপোলি পর্দায় তাঁদের 'লার্জার দ্যান লাইফ' বলে মনে হলেও, তারকাদের নিজস্ব জীবন রয়েছে। তাঁরাও জড়ান সম্পর্কে, বা কষ্ট পান বিচ্ছেদে। ২০২৫ সালে ফিরে দেখা টলিউড থেকে বলিউডের সেই সব সম্পর্কদের, যাদের সম্পর্ক পূর্ণতা পেল বিবাহের বা ভেঙে গেল অকালেই। ফিরে দেখা সেই সব যুগলদেরও যাঁদের পরিবারে সন্তান আসায় নতুন মাত্রা পেল সম্পর্ক!
'সাত পাকে বাঁধা'
ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে অনেকেই দাম্পত্য জীবনে পা রাখলেন এই বছর। তার মধ্যে সবচেয়ে বেশি চর্চায় রইলেন সামান্থা প্রভু এবং রাজ নিদিমোরু। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসার পর থেকেই বিতর্ক ঘিরে থেকেছে দুজনকেই। তাঁদের বিয়ের দিনই সামান্থার প্রাক্তন মেকআপ শিল্পী সাধনা সিং সোশাল মিডিয়ায় লিখেছিলেন, ভিলেন হয়ে ভিক্টিম সাজা হচ্ছে। তিনি সামান্থাকেই নিশানা করেছেন এই অভিযোগে তাঁকে সোশাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে জানান সাধনা। এদিকে রাজ নিদিমোরুর সংসার ভাঙার জন্যও সোশাল মিডিয়ায় অনেকে সামান্থাকে নিশানা করেন। রাজের প্রথম স্ত্রী শ্যামলী দে-র সঙ্গে বিবাহ বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও তিনি সামান্থাকে বিয়ে করেছেন বলে সোশাল মিডিয়ায় কটাক্ষ করেন শ্যামলীর এক বান্ধবী। সব মিলিয়ে সামান্থা-রাজের বিয়ে অনেক বিতর্কের খোরাক জুগিয়েছে।
বিতর্ক তৈরি হয়েছিল প্রতীক বব্বর আর তাঁর প্রেমিকা প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের বিয়ের পরও। প্রতীকের বিয়েতে তাঁর বাবা রাজ বব্বর সহ পরিবারের কেউই উপস্থিত ছিলেন না। একটি সাক্ষাৎকারে প্রতীক বব্বরের সৎভাই অভিনেতা আর্য বব্বর জানান, প্রতীক তাঁর বিয়েতে বব্বর পরিবারের কাউকেই আমন্ত্রণ জানাননি। এবছর জানুয়ারিতে দাম্পত্য জীবনে পা রাখেন আরমান মালিক। বিয়ে করেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আশনা শ্রফকে। Raper রফতারও জীবনসঙ্গীনী বিছে নিলেন। তিরুবনন্তপুরমে জাঁকজমক করে বিয়ে হল রফতার আর সেলিব্রিটি স্টাইলিস্ট মনরাজ জাওয়ান্ডার। দর্শন রাভাল সাতপাকে বাঁধা পড়লেন ধারাল সুরিলিয়ার সঙ্গে। আদার জৈন এবং আলেখা আডবাণীও পা রাখলেন দাম্পত্য জীবনে। প্রাজক্তা কোলি বিয়ে করলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভৃশাঙ্ক খানালকে। পিছিয়ে নেই টলিউডও। বাংলাতেও নতুন জীবন শুরু করলেন অনেকে। লাস ভেগাসে গিয়ে তনুশ্রী চক্রবর্তী বিয়ে করলেন প্রযুক্তিবিদ সুজিত বসুকে। মৌবনী সরকারও সাতপাকে বাঁধা পড়লেন। বিয়ে করলেন ডিজিটাল অ্যানালিসিস্ট সৌম্য রায়কে।
'দু'জনার.. দুটি পথ...'
সম্পর্কের বাঁধনে কেউ নতুন পথে এগিয়েছেন। অনেক তারকার জীবনে বিচ্ছেদও এসেছে এই বছর। নিজেদের প্রেম-কাহিনি নিয়ে চর্চায় থাকতে থাকতেই হঠাৎ সম্পর্ক ভেঙেছে বিজয় বর্মা আর তমান্না ভাটিয়ার। মুম্বই আদালতে স্বামী পিটার হগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন সেলিনা ডেটলি। ৫০ কোটি টাকা খোরপোশও দাবি করেছেন তিনি। এবছর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করও। গেভ সাতারাওয়ালার সঙ্গে ১৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তিনি।
ভেঙে যাওয়া পুরোনো সম্পর্কের স্মৃতি উস্কে দিয়ে হাসিমুখে প্রাক্তনেরা মুখোমুখি হয়েছেন এই বছর। আইফার মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে কথা বলতে দেখা গিয়েছে শাহিদ কপূর এবং করিনা কপূরকে। তাঁদের এই ছবি রীতিমতো ভাইরালও হয়েছিল সোশাল মিডিয়ায়। একটি পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে শিল্পা শেঠী এবং অক্ষয় কুমারকে। সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব অটুট থাকার ইঙ্গিত দিয়েছেন মালাইকা আরোরা এবং অর্জুন কপূর। মুম্বইয়ে হোমবাউন্ডের প্রিমিয়ারে একে অপরকে আলিঙ্গন করেছিলেন তাঁরা। এবছর অক্টোবরে বিমানবন্দরে মুখোমুখি হয়েছেন রণবীর কপূর এবং দীপিকা পাড়ুকোন। ফোটোশিকারিদের ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দেন তাঁরা। ধর্মেন্দ্রর শেষকৃত্যে এষা দেওলের পাশে দেখা গিয়েছে ভরত তখতানিকে। এবছর একটি ফ্যামিলি গেট-টুগেদারেও একসঙ্গে উপস্থিত ছিলেন এষা আর ভরত।
'চন্দা হ্যায় তু, মেরা সূরজ হ্যায় তু...'
নভেম্বরে সুখবর দিলেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল। পুত্র সন্তান এল তাঁদের সংসারে।পত্রলেখা আর রাজকুমার রাও এর সংসারেও নতুন সদস্য এল নভেম্বরেই। কন্যা সন্তানের জন্ম দিলেন পত্রলেখা। আথিয়া শেঠী আর কে এল রাহুলের সংসারও বড় হল এবছর। কন্যা সন্তান এল তারকা দম্পতির কোলে। কিয়ারা আডবাণী আর সিদ্ধার্থ মালহোত্রর জীবনেও কন্যা সন্তান এসেছে। তাঁরা মেয়ের নাম রেখেছেন সারায়া। পরিণীতি চোপড়া আর রাঘব চড্ডা তাঁদের সদ্য়জাত পুত্র সন্তানের নাম রেখেছেন নীর। আরবাজ খান আর শুরা খানের সংসারেও কন্যা সন্তান এসেছে এবছর। নতুন সদস্য এসেছে পরমব্রত আর পিয়ার সংসারেও। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া।






















