Amit Shah: 'এলাকায় থাকতে হবে MLA-দের, নিতে হবে একাধিক কর্মসূচি', টাস্ক বেঁধে দিলেন অমিত শাহ
ABP Ananda LIVE : আগামী ২ মাসের পারফরমেন্স দেবে টিকিট। এলাকায় থাকতে হবে MLA-দের, নিতে হবে একাধিক কর্মসূচি। টাস্ক বেঁধে দিলেন অমিত শাহ, খবর সূত্রের।
পোস্টিং ভিন্ রাজ্যে, নোটিস পেয়ে হয়রান BSF, নৌসেনাকর্মীরাও, ভার্চুয়াল SIR-শুনানি চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে SIR-এর ভার্চুয়াল শুনানির দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, পশ্চিমবঙ্গের যে ভোটাররা কর্মসূত্রে ভিন্ রাজ্যে থাকেন, তাঁদের শারীরিকভাবে শুনানিতে হাজির হতে না বলে, করা হোক ভার্চুয়াল শুনানি। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছে কমিশন, এমনটাই দাবি করেছেন অভিষেক। এ নিয়ে বিজেপি যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছে। (Abhishek Banerjee)
বিধানসভা নির্বাচনের আগে SIR-শুনানি ঘিরে তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। সেই আবহেই জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে ভার্চুয়াল SIR-শুনানির দাবি জানালেন অভিষেক। দেশের সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি হলে, নির্বাচন কমিশন কেন ভার্চুয়াল শুনানি করবে না, প্রশ্ন তুললেন তিনি। (SIR in Bengal)


















