National Green Tribunal: ৪০০০ কোটি টাকা জরিমানা বিহারকে, কেন এমন সিদ্ধান্ত আদালতের?
Bihar Government:বিহারকে ৪০০০ কোটি টাকা জরিমানা করল জাতীয় পরিবেশ আদালত।

নয়াদিল্লি: জাতীয় পরিবেশ আদালতে বড়সড় ধাক্কা বিহারের। তরল ও কঠিন বর্জ্য পদার্থের নিষ্কাশন ও প্রক্রিয়াকরণ ঠিক পদ্ধতিতে না করার জন্য বিহারকে ৪০০০ কোটি টাকা জরিমানা করল জাতীয় পরিবেশ আদালত। সুপ্রিম কোর্ট ও জাতীয় পরিবেশ আদালতের গাইডলাইন ভাঙার জন্য়ই এই জরিমানা।
ট্রাইবুনালের তরফ থেকে বলা হয়েছে, এখন ওই রাজ্যে বর্জ্য প্রক্রিয়াকরণে বহু ফাঁকফোকর রয়েছে। গোটা বিহারে এখনও ১১.৭৪ লক্ষ মেট্রিক টন বর্জ্যপদার্থ প্রক্রিয়া করা হয়নি। এখনও শহরগুলিতে প্রতিদিন ৪০৭২ মেট্রিক টন বর্জ্য পদার্থ জমছে।
বিচারপতি আদর্শ কুমার গোয়েল, বিচারপতি সুধীর আগরওয়াল, বিচারপতি অরুণ কুমার ত্যাগী, ড. এ সেন্থিল ভেল, ড. আফরোজ আহমেদ-এর বেঞ্চ আগামী দুই মাসের মধ্যে বিহার সরকারকে জরিমানার টাকা দিতে বলেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
