এক্সপ্লোর
Advertisement
মা মারা গিয়েছেন করোনায়, অভিযোগ, তথ্য লুকিয়ে শেষকৃত্য সেরেছেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী
যদিও আলফোন্সের দাবি, তাঁর মায়ের প্রথমে করোনা ধরা পড়লেও পরে পরীক্ষার ফল নেগেটিভ আসে।
তিরুঅনন্তপুরম: ৯১ বছরের বৃদ্ধা মায়ের করোনায় মৃত্যু হয়েছে। সেই তথ্য লুকিয়ে দিল্লি থেকে কেরলে মায়ের দেহ নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করার অভিযোগ উঠেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আলফোন্স কান্নানথানামের বিরুদ্ধে। যদিও আলফোন্সের দাবি, তাঁর মায়ের প্রথমে করোনা ধরা পড়লেও পরে পরীক্ষার ফল নেগেটিভ আসে।
রাজ্যসভা সাংসদ আলফোন্স কান্নামথানামের বিরুদ্ধে মায়ের অসুখ গোপন করার অভিযোগ করেন মানবাধিকার কর্মী জোমোন পুথেনপুরাকাল। এক সোশ্যাল মি়ডিয়া পোস্টে তিনি বলেন, করোনা মারাত্মক সংক্রামক রোগ হওয়া সত্ত্বেও প্রাক্তন মন্ত্রী তা সম্পূর্ণ গোপন করে মায়ের দেহ দিল্লি থেকে কেরল নিয়ে গিয়ে করোনা গাইডলাইন না মেনেই স্বাভাবিকভাবে শেষকৃত্য করেছেন। জবাবে কান্নানথানামও নিজের বক্তব্য রেখেছেন ফেসবুক পোস্ট করে। তাঁর বক্তব্য, ২৮ মে তাঁর মায়ের করোনা ধরা পড়ে, এইমসের আইসিইউ-তে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু ৫ ও ১০ জুন করোনা পরীক্ষা করার পর ফল নেগেটিভ আসে। কিন্তু সেরে ওঠার পরেও মায়ের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি করোনায় ঝাঁঝরা হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল ফুসফুস। তাই তিনি করোনায় মারা গিয়েছেন এ কথা সত্য নয়।
প্রাক্তন মন্ত্রী বলেছেন, যদি কেউ গাড়ি দুর্ঘটনায় মাথায় চোট লাগার ফলে মারা যান, আমরা কি বলি, তাঁর মাথায় চোট লেগে মৃত্যু হয়েছে, না বলি, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে? অবশ্যই দুর্ঘটনার কথা বলি। তাঁর মা এই ৯১ বছর বয়সেও যথেষ্ট সুস্থ ছিলেন। করোনা শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট করে দেওয়ায় তিনি মারা গিয়েছেন, করোনায় নয়, দাবি করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement