RSS On Bangladesh : 'হিন্দুদের ওপর অত্যাচার থামাতে...' এবার মোদি সরকারকে বড় বার্তা RSS-র
মোদি সরকারের কঠোর অবস্থান চাইল আরএসএস। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, তার বিরুদ্ধে সারা বিশ্বে জনমত তৈরি করার আর্জি জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ।
নয়াদিল্লি : বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে ভারত। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, উদ্বেগ বাড়িয়েছে এ দোশের । ইতিমধ্যেই কড়া বিবৃতি দিয়েছে বিদেশমন্ত্রক। ভারতের ভূমিকা নিয়েও পাল্টা বার্তা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ইসকনের পক্ষ থেকে বারবার ভারত সরকারকে পদক্ষেপ করতে অনুরোধ করা হচ্ছে। কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দসনেতা শুভেন্দু অধিকারী , রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অনেকেই। বাংলাদেশ পরিস্থিতিতে ভারতের ভূমিকা কী হবে, এই প্রশ্নে কেন্দ্রের কোর্টের বল ঠেলেছে তৃণমূল। এই পরিস্থিতিতে মোদি সরকারের কঠোর অবস্থান চাইল আরএসএস। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, তার বিরুদ্ধে সারা বিশ্বে জনমত তৈরি করার আর্জি জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। অফিসিয়ালি নিজেদের এক্স হ্যান্ডেলে মতামত প্রকাশ করল তারা।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে বলেছেন, "বাংলাদেশে হিন্দু, মহিলা এবং অন্যান্য সব সংখ্যালঘুদের উপর ইসলামিক মৌলবাদীরা হামলা চালাচ্ছে। খুন, লুটপাট, অগ্নিসংযোগের সঙ্গে চলছে অমানবিক আচরণ, নৃশংসতা , তা অত্যন্ত উদ্বেগজনক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এই পরিস্থিতির নিন্দা জানায়। বর্তমান বাংলাদেশ সরকার ও অন্যান্য সংস্থা তা বন্ধ করার পরিবর্তে নিছক নীরব দর্শক হয়ে রয়েছে।'
আরএসএস-এর তরফে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো হয়, যাতে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করার জন্য পদক্ষেপ করা হয়। সেই সঙ্গে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য ভারত সরকার যেন প্রয়োজনীয় প্রচেষ্টা চালিয়ে যআয়। মোদি সরকারকে আরএসএসের বার্তা, বৈশ্বিক জনমত সৃষ্টির জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন...।
এখন আরএসএসের বার্তায় ভারত সরকার কী বাড়তি কোনও তৎপরতা দেখাবে ? সেটাই দেখার। এর আগে, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছিলেন ৬৮ জন। এঁদের মধ্যে রয়েছেন সাংসদ থেকে শুরু করে অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত IAS, IPS-রা। বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন, ওপারে হামলা, এবার এপারে হাসপাতালে বাংলাদেশিদের 'No-Entry' ! 'বাংলাদেশিদের রোগীদের ভর্তি নয়..'