PAN Card : ১ তারিখ থেকেই নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকতে পারে আপনার প্যান কার্ড যদি এই কাজ না করে থাকেন!
নতুন বছর থেকে এই পরিবর্তনগুলি হয়েছে। দেখে নেওয়া যাক, ১ জানুয়ারি ২০২৬ থেকে কোন কোন জিনিসে কী কী পরিবর্তন হয়েছে।

১লা জানুয়ারি থেকে নিয়মের পরিবর্তন
প্রতি বছরই মাসের শুরুতেই বদলে যায় কিছু আর্থিক লেন সংক্রান্ত নিয়ম। এ বছর ১লা জানুয়ারি থেকে এমন অনেক নিয়মও বদলেছে যার প্রভাব সরাসরি পড়েছে আপনার পকেট, পরিকল্পনা এবং দৈনন্দিন কাজের উপর। ব্যাঙ্কিং থেকে সরকারি পরিষেবা, গাড়ির দাম, এলপিজি গ্যাস পর্যন্ত। নতুন বছর থেকে এই পরিবর্তনগুলি হয়েছে। দেখে নেওয়া যাক, ১ জানুয়ারি ২০২৬ থেকে কোন কোন জিনিসে কী কী পরিবর্তন হয়েছে।
এলপিজি এবং জ্বালানির দাম
১ জানুয়ারি গার্হস্থ্য এবং বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বদলেছে। ডিসেম্বরে বাণিজ্যিক সিলিন্ডার ১০ টাকা সস্তা হয়েছিল। আর এই মাসে একধাক্কায় অনেকটা বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বাড়ছে ১১১ টাকা করে। ফলে চাপ বাড়ল রেস্তরাঁ মালিকদের। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের নতুন দাম ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে।
আধার প্যান এবং ব্যাঙ্কিং নিয়ম
প্যান এবং আধার লিঙ্ক করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫। যদি এই কাজটি না করা হয় তবে জানুয়ারি ২০২৬ থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে। একবার যাচাই করে নিন। এর প্রভাব ব্যাঙ্কিং, বিনিয়োগ এবং আইটিআর ফাইলিং সবকিছুর উপর পড়বে। এছাড়াও নতুন আইটিআর ফর্ম আসতে পারে। যেখানে আগে থেকে ভরা ব্যাঙ্ক এবং খরচের তথ্য থাকবে। ব্যাঙ্কিং নিয়মেও পরিবর্তন হবে। ক্রেডিট স্কোর এজেন্সিগুলি এখন প্রতি সপ্তাহে ডেটা আপডেট করবে। আগে ১৫ দিনে হত। অর্থাৎ লোন এবং কার্ড সম্পর্কিত প্রভাব দ্রুত দেখা যাবে।






















