Russia-Ukraine: ইউক্রেনে বিরাট আক্রমণ রাশিয়ার, ৫০০ ড্রোন নিক্ষেপ, বোমাবর্ষণে চুরমার একাধিক শহর
Russia Ukraine War:রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একটানা ৫০০-র বেশি ড্রোন ও ২০টি মিসাইল ছুড়েছে রাশিয়া—এটাই এখন পর্যন্ত মস্কোর সবচেয়ে বড় রাতভর ড্রোন হামলা

নয়া দিল্লি: যত সময় যাচ্ছে ততই কঠিন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধপরিস্থিতি। আর এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলা শুরু করল রাশিয়া। ৩ বছর ধরে চলা এই যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ রাশিয়ার। ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালাল পুতিনের দেশ। রাশিয়ার সঙ্গে সংঘাত শুরুর পর এই প্রথমবার এত বড় হামলার মুখে পড়ল ইউক্রেন।
রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একটানা ৫০০-র বেশি ড্রোন ও ২০টি মিসাইল ছুড়েছে রাশিয়া—এটাই এখন পর্যন্ত মস্কোর সবচেয়ে বড় রাতভর ড্রোন হামলা, জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। এই নজিরবিহীন আক্রমণ কিয়েভ, ওডেসা সহ ইউক্রেনের মধ্য ও পশ্চিমাঞ্চলে চালানো হয়। তবে ইউক্রেন দাবি করছে, এই হামলার বড় অংশ সফলভাবে প্রতিহত করা গিয়েছে। তা সত্ত্বেও হামলার অভিঘাত গভীর, এবং আকাশপথে যুদ্ধের মাত্রা এবার নতুন পর্যায়ে পৌঁছেছে।
ওয়াকিবহাল মহলের মত, আরও ইউক্রেনিয় ভূখণ্ড দখল করতে এবং আরও ক্ষতি করতে দৃঢ়প্রতিজ্ঞ পুতিন এমনটাই মনে হচ্ছে। মার্চ মাসে কিভে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর এটি করা হয়, অর্থাৎ মস্কো কার্যকরভাবে প্রত্যাখ্যান করছে শান্তি আলোচনা।
বিশেষজ্ঞদের একাংশ বলছে, এই হামলা আসলে ইউক্রেনের ‘অপারেশন স্পাইডারওয়েব’-এর প্রত্যুত্তর। ওই অভিযানে ইউক্রেন রাশিয়ার প্রায় এক-তৃতীয়াংশ ক্রুজ মিসাইল ক্যারিয়ার ধ্বংস করে বলে দাবি। তার পর থেকেই পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল মস্কো।
চলতি মাসের শুরুতে রাশিয়ার বেশ কয়েকটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। তারপর দু’দিন আগেই রুশ ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে হামলাও চালানো হয়। কিয়েভ জানায়, রুশ ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যদিও রাশিয়া সাফ জানায়, ইউক্রেনের হামলায় রুশ বিমান ক্ষতিগ্রস্থ হয়েছে, তবে গুঁড়িয়ে দেওয়ার বা ধ্বংস করার দাবি ঠিক নয়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ বলেছিলেন, ‘রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তারা ইউক্রেনের হামলার সমুচিত জবাব দেবে।’
বিশ্বের প্রতিক্রিয়া নিয়েও স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্যি, বিশ্ব এই ধ্বংসাত্মক হামলাগুলোর সঠিকভাবে নিন্দা করছে না। পুতিন এই নীরবতাকেই হাতিয়ার করছেন। আরও সময় কিনে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।”






















