Vladimir Putin:পঞ্চমবার জয়ের পর কেন 'তৃতীয় বিশ্বযুদ্ধ' নিয়ে সাবধানবাণী পুতিনের মুখে?
Russia News:বিরোধী বলতে তেমন দাপুটে কেউ ছিলেন না। ফল যা হওয়ার, তাই হল। নির্বাচনে হইহই করে জিতে পঞ্চম বার ক্ষমতায় ফিরলেন ভ্লাদিমির পুতিন।
মস্কো: বিরোধী বলতে তেমন দাপুটে কেউ ছিলেন না। ফল যা হওয়ার, তাই হল। নির্বাচনে হইহই করে জিতে পঞ্চম বার ক্ষমতায় ফিরলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় তিনি-ই যে শেষ কথা, সে কথা আরও একবার বুঝিয়ে দিয়ে পশ্চিমের দেশগুলিকে পুতিনের সতর্কবার্তা, ন্যাটোগোষ্ঠীর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘর্ষের অর্থ, গোটা দুনিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় পৌঁছে যাবে।
বিশদ...
৭১ বছরের রুশ রাষ্ট্রপ্রধানের বেশিরভাগ বিরোধীই হয় মৃত বা জেলবন্দি বা নির্বাসনে রয়েছেন। ফলে, পুতিন যে ক্ষমতায় ফিরছেন সেটা নির্বাচনের আগে থেকেই মোটামুটি জানা ছিল। বিশেষত, তাঁর প্রধান বিরোধী অ্যালেক্সেই নাভালনির জেলে মৃত্য়ুর পর থেকে এই দেওয়াল লিখন স্পষ্ট দেখতে শুরু করে রাজনৈতিক মহল। তার পরও এদিনের ফলাফলকে 'রেকর্ড' জয় বলে অভিহিত করেছে রাশিয়ার নির্বাচন কমিশন।
প্রাথমিক ভাবে যে ফলাফল জানা যাচ্ছে, তাতে প্রায় ৮৭ শতাংশ ভোট পুতিন পেয়েছেন। নিকোলাই খারিতোনোভ নামে এক প্রার্থী ৪ শতাংশের থেকেও কম ভোট পেয়েছেন বলে খবর। বাকি আরও দু'জন প্রার্থী রয়েছেন। কিন্তু তাঁদের প্রাপ্ত ভোটের হার আরও কম। সব মিলিয়ে ফলাফল দেখলেই বোঝা যাবে, পুতিনের সঙ্গে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর ফারাক কতটা। আমেরিকা, জার্মানি এবং ব্রিটেনের মতো দেশ এই নির্বাচনের তুমুল সমালোচনা করেছে এর মধ্যেই। তাদের অভিযোগ, এই ভোট অবাধ বা শান্তিপূর্ণ কোনওটাই হয়নি। উল্টো দিকে, চিন, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা এবং মায়ানমারের তরফে পুতিনকে এই জয়ের শুভেচ্ছা জানানো হয়েছে।
আর যা...
এই জয়ের পর রাশিয়ায় গত দু'শতকের সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রপ্রধান হয়ে থাকার শিরোপা পুতিনের। এই জয়ের অর্থ আরও ছ'বছরের মেয়াদ শুরু করতে চলেছেন পুতিন, যার পর জোসেফ স্তালিনকেও ছাড়িয়ে যাবেন পুতিন। জয়ের বিষয়টি নিশ্চিত হতেই পুতিন বলেন, 'ওরা যতই ভয় দেখানোর চেষ্টা করুক, যে বা যতই আমাদের আটকানোর চেষ্টা করুক...আমাদের মতো এভাবে কেউ কখনও ইতিহাসে সফল হতে পারেনি। এখনও পর্যন্ত এই কৌশল সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।' ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন কেজিবি-র এই প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল। প্রথম থেকেই শক্ত হাতে রাশিয়ার হাল ধরার চেষ্টা করে আসছেন তিনি। দেশের মানুষকে নানা ভাবে একটিই কথা বোঝাতে চান তিনি, মস্কোর জাতীয় পরিচয় রক্ষা করা একমাত্র লক্ষ্য তাঁর। সেই জন্যই লড়াই। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম দেশগুলির নানা নিষেধাজ্ঞা ও হুমকির মুখেও অনড় রয়েছেন পুতিন। জয়ের পর 'তৃতীয় বিশ্বযুদ্ধের' কথা শোনা গেল তাঁর মুখে।
আরও পড়ুন:যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনে শিক্ষার আলো দেখাচ্ছে AI Teachers, সৌজন্যে Otermans Institute