Moscow Concert Hall Attacked: মস্কোয় কনসার্ট হলে হামলার দায় নিল ISIS, রাশিয়াকে আগেই সতর্ক করেছিল আমেরিকা ?
ISIS Attack: আমেরিকার গোয়েন্দারা মার্চেই জানতে পেরেছিলেন, মস্কোয় হামলার পরিকল্পনা করছে আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী ইসলামিক-খোরাসান যারা ISIS-K নাম পরিচিত।
মস্কো : রাশিয়ার মস্কোয় জঙ্গি হামলার দায় নিল ইসলামিক স্টেট (ISIS)। মস্কোর কনসার্ট হামলায় ৬০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জখম শতাধিক। ঘটনার দায় নিয়ে ISIS অনুমোদিত নিউজ এজেন্সি শুক্রবার টেলিগ্রামে এক বিবৃতি প্রকাশ করেছে। যদিও এই দাবির পরিপ্রেক্ষিতে কোনও প্রমাণ তারা দিতে পারেনি। এর কিছু পরেই অবশ্য ISIS-এর দাবির পরিপ্রেক্ষিতে আমেরিকা প্রশাসনের তরফে বলা হয়েছে, আসন্ন হামলার কথা তারা রাশিয়াকে জানিয়েছিল। আমেরিকার গোয়েন্দারা মার্চেই জানতে পেরেছিলেন, মস্কোয় হামলার পরিকল্পনা করছে আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী ইসলামিক-খোরাসান যারা ISIS-K নাম পরিচিত।
রাশির রাজধানীর উত্তর দিকে থাকা Krasnogorsk এলাকার অন্যতম নামী হল ক্রোকাস সিটি কনসার্ট হল। এখানে আন্তর্জাতিকস্তরের শিল্পীরা অনুষ্ঠান করেন। হলে জায়গা হতে পারে হাজার হাজার মানুষের। এদিন সেখানেই আচমকা হামলা চালায় বন্দুকবাজরা। ঘটনায় জঙ্গি-হামলার তদন্ত শুরু হয়েছে বলে জানান তদন্তকারীরা। এনিয়ে প্রতিনিয়ত খবর নিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার নিউজ এজেন্সিকে এমনই জানিয়েছেন তাঁর মুখপাত্র দিমিত্রি পেসকোভ।
বন্দুকবাজদের হামলার ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। তাতে দেখা গেছে, হল থেকে নাগাড়ে নির্গত হচ্ছে কালো ধোঁয়া। অন্য ছবিতে দেখা গেছে, দুইজন মানুষ হল থেকে বেরোচ্ছেন। যাঁরা কনসার্টে যোগ দিতে গিয়েছিলেন তাঁদের হয় সিটের পেছনে লুকোতে দেখা গেছে অথবা পালানোর চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে মস্কোর মেয়র সার্জেই সোবইয়ানিন জানান, রাশিয়ার রক ব্যান্ড Piknik-এর একটা কনসার্ট ছিল ওই হলে। সেখানেই এই ঘটনা ঘটেছে। ঘটনার পর তারা এ সপ্তাহে শহরের সমস্ত অনুষ্ঠান বাতিল করেছে।
নিরাপত্তাকর্মীদের বক্তব্য, সাধারণ পোশাক পরে এবং স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে এসে দুই থেকে পাঁচজন আততায়ী প্রবেশপথে রক্ষীদের উপর গুলি চালাতে শুরু করে। তারপরে শুরু হয় দর্শকদের লক্ষ্য করে গুলি চালানো। সেইসময় নিজেদের সুরক্ষায় মাটিতে শুয়ে পড়েন দর্শকরা। টানা ১৫ থেকে ২০ মিনিট ধরে গুলি চালায় আততায়ীরা। বলছেন RIA Novosti-র সাংবাদিক। থিয়েটারের বেসমেন্ট হয়ে পালিয়ে যান প্রায় একশো মানুষ। কেউ কেউ ছাদে আশ্রয় নেন। কমপ্লেক্সের তিন ভাগের এক ভাগ জ্বলে গেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে