Russia Ukraine Conflict: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল রাশিয়ার, উদ্বিগ্ন গোটা বিশ্ব
Ukrain Russia Conflict: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
নয়া দিল্লি: এবার জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করল রাশিয়া। এর আগেই রুশ হামলায় ইউক্রেনের জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে যায়। তেজস্ক্রিয়তার আশঙ্কা আছে বলে গোটা ইউরোপে,জানান জেলেনস্কি। বিস্ফোরণ হলে তা হবে চেরনোবিলের থেকে দশগুণ বেশি ভয়ানক, আশঙ্কা প্রকাশ করেন ইউক্রেনের বিদেশমন্ত্রীর।
রাশিয়া পারমাণবিক সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করে ইউক্রেন। জাপানের প্রধানমন্ত্রীকে রাশিয়ার পারণমানবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে নিরাপত্তায় যে সঙ্কট তা বুঝতে পেরেছি আমরা, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর জানালেন জেলেনস্কি।
এদিকে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে জরুরি ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তরফেও ইউক্রেনের কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
অন্যদিকে, কিভ থেকে আর মাত্র ৬৪ কিমি দূরে রাশিয়ার সেনা বাহিনী। ইউক্রেনের কিভের কাছে চেরনিহিবে রাশিয়ার হামলা, ৪৭জনের মৃত্যু। জেপরোজিয়ায় ইউরোপের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ-হানায় ৩ ইউক্রেনীয় সেনার মৃত্যু
পাল্টা হামলায় ২জন রাশিয়ান সেনাও আহত, দাবি ইউক্রেনের। রুশ গোলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা-শঙ্কা। তেজস্ক্রিয়তা ছড়ালে ক্ষতি হবে গোটা ইউরোপের, হুঁশিয়ারি জেলেনস্কির।
রাশিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা জারির দাবিও জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের জাটোকায় ধ্বংস রুশ যুদ্ধবিমান, পাইলটের খোঁজে সেনা। মাইকোলেভ শহরে রুশ ট্যাঙ্ক জ্বালিয়ে দিল ইউক্রেনের সেনা। ঝাইটোমির শহরে চারদিক থেকে আটকে রুশ সেনা, দাবি ইউক্রেনের। মোট ৯ হাজারের বেশি রুশ সেনা পাল্টা আক্রমণে নিহত, দাবি ইউক্রেনের। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠান। রাশিয়াকে রুখতে প্রাক্তন মার্কিন কম্যান্ডোরা দিচ্ছেন তালিবান কায়দায় প্রশিক্ষণ।