এক্সপ্লোর
পরীক্ষামূলক কোভিড-১৯ ভ্যাকসিনের ৩০ মিলিয়ন ডোজ তৈরি করবে রাশিয়া
মানুষের ওপর ওই ভ্যাকসিনের প্রথম এক মাস ব্য়াপী পরীক্ষা চলতি সপ্তাহেই শেষ হয়েছে। সেটি প্রয়োগ করা হয়েছে ৩৮ জনের ওপর। সেটি নিরাপদে ব্যবহার করা যেতে পারে, মানবদেহে রোগ প্রতিরোধী ক্ষমতা তৈরি করে বলে সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। যদিও সেই প্রতিরোধী শক্তি কতটা কার্যকর হতে পারে, তা এখনও পরিষ্কার নয়।

মস্কো: চলতি বছরে ঘরোয়া স্তরে কোভিড-১৯ মোকাবিলার পরীক্ষামূলক ভ্যাকসিনের ৩০ মিলিয়ন ডোজ তৈরির পরিকল্পনা রয়েছে রাশিয়ার। দেশের বাইরেও তাঁদের আরও ১৭০ মিলিয়ন ডোজ তৈরির ক্ষমতা আছে বলে জানিয়েছেন রাশিয়ার সার্বভৌম ওয়েল্থ ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ। মানুষের ওপর ওই ভ্যাকসিনের প্রথম এক মাস ব্য়াপী পরীক্ষা চলতি সপ্তাহেই শেষ হয়েছে। সেটি প্রয়োগ করা হয়েছে ৩৮ জনের ওপর। সেটি নিরাপদে ব্যবহার করা যেতে পারে, মানবদেহে রোগ প্রতিরোধী ক্ষমতা তৈরি করে বলে সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। যদিও সেই প্রতিরোধী শক্তি কতটা কার্যকর হতে পারে, তা এখনও পরিষ্কার নয়। এই প্রেক্ষাপটেই রুশ প্রত্যক্ষ বিনিয়োগ বোর্ড দিমিত্রিয়েভ আগস্টেই ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হতে পারে বলে জানিয়েছেন, যাতে পরীক্ষার পরিধি বাড়িয়ে কয়েক হাজার মানুষের ওপর তা প্রয়োগ করা হবে। তাঁকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স বলেছে, চলতি ফলাফলের ভিত্তিতে আমাদের বিশ্বাস, আগস্টেই এই ভ্যাকসিন রাশিয়ায় এবং অন্য দেশগুলিতে সেপ্টেম্বরে অনুমোদন পাবে। সেক্ষেত্রে এটিই হবে বিশ্বে প্রথম অনুমোদনপ্রাপ্ত কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন। এর আগে রুশ প্রতিরক্ষামন্ত্রক জানায়, তারা একটি ‘নিরাপদ’ করোনাভাইরাসের ভ্যাকসিন বের করেছে। মন্ত্রকের বিবৃতি অনুসারে ১৮ জন ওই ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিয়েছিলেন, কোনও মারাত্মক ক্ষতিকর প্রভাব, স্বাস্থ্যসংক্রান্ত জটিলতা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তাঁদের মধ্যে। সবাইকেই ছেড়ে দেওয়া হয়। মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, ট্রায়ালের ফলে আমরা জোরের সঙ্গে ভ্যাকসিনটির নিরাপদ চরিত্র, সহনশীলতার কথা বলতে পারছি। প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনাভাইরাস দমনে ১০০-টিরও ওপর সম্ভাব্য ভ্যাকসিন তৈরির ব্যাপারে পরীক্ষানিরীক্ষা, গবেষণা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বক্তব্য অনুসারে সেগুলির অন্তত দুটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেগুলির একটি তৈরি করছে চিনের সিনোফার্ম, অন্যটি যৌথভাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাসট্রাজেনেকা। তবে প্রশ্ন উঠছে, দুনিয়াব্যাপী ভ্যাকসিনের বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে কী করে গণ হারে ভ্যাকসিনের উত্পাদন করা সম্ভব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















