Russia-Ukraine Crisis: ইউক্রেনকে ওষুধ ও মানবিক সহায়তা দেবে ভারত, ঘোষণা কেন্দ্রের
Russia-Ukraine Crisis: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের কীভাবে উদ্ধার করা হবে ? এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, প্রয়োজনমতো আরও উড়ানের ব্যবস্থা করা হবে
নয়া দিল্লি : রাশিয়ার (Russia) সঙ্গে যুদ্ধের জেরে তৈরি হওয়া সঙ্কটজনক পরিস্থিতিতে ইউক্রেনকে (Ukraine) ওষুধ দিয়ে সাহায্য করবে ভারত। পাশাপাশি মানবিক সহায়তাও দেওয়া হবে। সোমবার এক প্রেস বিবৃতি দিয়ে একথা জানাল বিদেশ মন্ত্রক।
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের কীভাবে উদ্ধার করা হবে ? এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, প্রয়োজনমতো আরও উড়ানের ব্যবস্থা করা হবে। কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়ছেন। দয়া করে চিন্তা করবেন না। একবার ইউক্রেনের সীমান্ত পেরিয়ে গেলেই, আপনাকে ফিরিয়ে আনার জন্য যাতে একাধিক বিমান থাকে তা আমরা নিশ্চিত করব। তাতে একদিন-দুই দিন যা-ই সময় লাগুক।
আরও পড়ুন ; ইউক্রেনে যুদ্ধে সামিল হতে নাগরিকদের অনুমতি দেবে ডেনমার্ক
তিনি জোর দিয়ে জানান, স্লোভাকিয়া, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি ও মলদোভার সীমান্তে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা করা যায় তা নিশ্চিত করছে বিদেশমন্ত্রকের দল। তিনি বলেন, দলের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করা হয়েছে। আমরা MEA টিমের আকার বাড়াচ্ছি। ইউক্রেন সীমান্তবর্তী দেশগুলিতে আমাদের দূতাবাসগুলির শক্তি বৃদ্ধি করছি ৷ প্রতিদিন আশপাশের দেশগুলির পাশাপাশি দিল্লি থেকে আরও কর্মকর্তাদের অনুমোদন দেওয়া হচ্ছে।
এদিকে ইউক্রেনে যুদ্ধে যেতে দেশের নাগরিকদের অনুমতি দেবে ডেনমার্ক। রাশিয়ার বিরুদ্ধে চলতি লড়াইয়ে নিজেদের সামরিক বাহিনীকে সহায়তার জন্য কিভ আন্তর্জাতিক সামরিক বাহিনী গড়ে তোলার পরিকল্পনা করেছে। এই বাহিনীতে যোগ দিতে তাদের দেশের নাগরিকদের অনুমতি দেবে বলে জানিয়েছে কোপেনহেগেন। এর পাশাপাশি যুদ্ধের ৫ দিনের মাথায় ইউক্রেনকে সাহায্য মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর। রাশিয়া-ইউক্রেন (Russia and Ukraine) বৈঠকের মাঝেই ট্যুইট করে এ কথা জানান ন্যাটো (NATO) প্রধান। "রুশ বাহিনীর মোকাবিলায় পাঠানো হচ্ছে এয়ার ডিফেন্স মিসাইল। ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রও দিচ্ছে ন্যাটো। ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে", ট্যুইটারে জানান ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ।