India Russia Relations: শীঘ্রই ভারত সফরে পুতিন, মস্কো গিয়ে সব ঠিক করে ফেললেন ডোভাল, শুল্ক নিয়ে টানাপোড়েনে বার্তা কি ট্রাম্পকে?
Vladimir Putin: আমেরিকার সঙ্গে শুল্ক টানাপোড়েনের মধ্যেই মস্কো পৌঁছে গিয়েছেন ডোভাল।

নয়াদিল্লি: রাশিয়ার থেকে তেল কেনায় ভারতকে 'শুল্ক-শাস্তি' দিয়েছে আমেরিকা। ভারতের আচরণ বন্ধুসুলভ নয় বলে মন্তব্য করেছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে ভারতের পাশেই দাঁড়িয়েছে রাশিয়া। এবার ভারত সফরের প্রস্তুতিও শুরু করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই মুহূর্তে মস্কোয় রয়েছেন। তিনি জানিয়েছেন, শীঘ্রই ভারত সফরে আসছেন পুতিন। (India Russia Relations)
আমেরিকার সঙ্গে শুল্ক টানাপোড়েনের মধ্যেই মস্কো পৌঁছে গিয়েছেন ডোভাল। সেখান থেকেই পুতিনের ভারত সফরের কথা জানালেন তিনি। ডোভাল জানিয়েছেন, শীঘ্রই ভারত সফরে আসছেন পুতিন। এখনও পর্যন্ত দিনক্ষণ চূড়ান্ত করা নিয়ে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। তবে এখনও পর্যন্ত যা খবর, চলতি বছরের শেষ দিকেই ভারতে আসতে পারেন পুতিন। ডোভাল জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভারতের। দুই দেশের কাছেই পরস্পরের গুরুত্ব অপরিসীম। (Vladimir Putin)
পুতিনের এই ভারত সফর দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণার জন্য রাশিয়ার উপর লাগাতার চাপসৃষ্টি করে চলেছেন ট্রাম্প। কিন্তু পুতিনকে বাগে আনতে না পেরে তিনি এখন ভারতের উপর চাপসৃষ্টি করছেন বলে মত কূটনীতিকদের একাংশের। তাঁদের মতে, রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল কেনে ভারতই। ট্রাম্পের দাবি, তেল বিক্রির টাকাতেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারছে রাশিয়া। তাই চড়া শুল্ক চাপিয়ে ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের মাঝে দেওয়াল তুলতে উদ্যত হয়েছেন ট্রাম্প।
⚡️🇷🇺🇮🇳 BREAKING: Putin’s India visit date finalised – NSA Doval https://t.co/CYbzvemnUK pic.twitter.com/oEJeGQrv1x
— Sputnik India (@Sputnik_India) August 7, 2025
একই সঙ্গে কূটনীতিকরা মনে করছেন, ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে তেল কিনতে বাধ্য হবে ভারত। ফলে আমেরিকার অর্থনীতি ফুলেফেঁপে উঠবে। ফলে ট্রাম্প এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন বলে মনে করছেন অনেকেই। ভারতের মতো অন্য দেশগুলিকেও একই মর্মে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তবে ভারত ও রাশিয়া বহু যুগ ধরে পরস্পরের সহযোগী। ভারতকে সামরিক অস্ত্রশস্ত্রও জোগায় রাশিয়া। তাই 'শুল্ক-শাস্তি' সত্ত্বেও এখনও পর্যন্ত ট্রাম্পের দাবি মেনে নেয়নি ভারত। রাশিয়ার থেকে তেল কেনার সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবেই অর্থনৈতিক এবং বাণিজ্যিক সিদ্ধান্ত। সেব্যাপারে তৃতীয় কোনও দেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে ভারত সরকার। ভারতের সৌর্বভৌমত্বে এভাবে আমেরিকা হস্তক্ষেপ করতে পারে না বলে সরব হয়েছে রাশিয়াও। পুতিনের ভারত সফরকে তাই ট্রাম্পের প্রতি বার্তা হিসেবেও দেখছেন কূটনীতিকদের কেউ কেউ। শীঘ্র ট্রাম্পের সঙ্গেও দেখা করতে চলেছেন পুতিন। এখনও পর্যন্ত তার দিনক্ষণ ঠিক হয়নি।






















