Sadhguru: ChatGPT-কেও পিছনে ফেলল সদগুরুর মেডিটেশন অ্যাপ! ১৫ ঘণ্টায় ১ মিলিয়ন ডাউনলোড!
Sadhguru's Meditation App: কম সময়ে ডাউনলোডের নিরিখে বিশ্বের অন্যতম জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি-কেও পিছনে ফেলেছে সদগুরুর অ্যাপ।

কলকাতা: চ্যাটজিপিটি নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ ছিল না। যে সময় চ্যাটজিপিটি লঞ্চ করেছিল, সেই সময় এআই-এর দৌড় দেখতে রেকর্ড সংখ্যায় অ্যাপ্লিকেশনটি সারা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ডাউনলোড করেছিল। তবে এবার সেই রেকর্ডকে হেলায় হারাল সদগুরুর আনা অ্যাপ্লিকেশন- মিরাকল অফ মাইন্ড। অনেকেই মনে করছেন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দাঁড়িয়ে চ্যাটজিপিটি যা করে দেখাতে পারেনি সেটাই যেন করে দেখিয়েছে সদগুরুর এই অ্যাপ।
মেডিটেশন অ্যাপ লঞ্চের ১৫ ঘণ্টার মধ্যে ডাউনলোড ১ মিলিয়ন বা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। কম সময়ে ডাউনলোডের নিরিখে বিশ্বের অন্যতম জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি-কেও পিছনে ফেলেছে সদগুরুর অ্যাপ। ডাউনলোডের নিরিখে প্রথম ১০ লক্ষে পৌঁছতে চ্যাটজিপিটি-র সময় লেগেছিল তিন দিন।
মহাশিবরাত্রিতে এই অ্যাপটি লঞ্চ করেছিলেন সদগুরু। এখন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং জার্মানি সহ ২০টি দেশে ট্রেন্ডিং করছে এই 'মিরাকল অফ মাইন্ড'। মিরাকল অফ মাইন্ড, যা ইংরেজি, হিন্দি, তামিল, রাশিয়ান এবং স্প্যানিশ ভাষাতেও ব্যবহার করা যাবে।
কিন্তু কেন এই অ্যাপটি এত জনপ্রিয় হল? কী আছে এতে?
সদগুরুর এই ‘মিরাকল অফ মাইন্ড’ মেন্টাল ওলেয়নেস সংক্রান্ত বিভিন্ন টিপস রয়েছে এই অ্যাপে। তা নিয়ে সদগুরুর বিভিন্ন বক্তব্য শোনা যাবে অ্যাপের মাধ্যমে। এছাড়াও এতে সাত মিনিটের একটি মেডিটেশন পদ্ধতি রয়েছে, যা সরলভাবে কার্যকরী হতে চলেছে সকলের জীবনে। এই অ্যাপে এআই সম্বলিত ফিচারও দেখতে পাওয়া যাচ্ছে।
pic.twitter.com/eIj0Z4fA3m
— Isha Foundation (@ishafoundation) February 27, 2025
Thrilled to share that the #MiracleofMind app achieved 1 million downloads in just 15 hours after launch, taking the social media world by surprise!
In the span of 24 hours, Miracle of Mind app is trending across 20 countries: USA, Canada, UK, Australia,…
ইতিমধ্যে, X-তে একটি পোস্টে মিরাকল অফ মাইন্ডের সাফল্যের কথা বলার সময় সদগুরু মানসিক স্বাস্থ্যের গুরুত্বের উপর জোর দিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
