এক্সপ্লোর
চিনা পণ্য বয়কটের ফল? ২ বছর পর ভারতের বাজারে স্যামসাং টপকে গেল শাওমিকে
লাদাখে ভারত-চিন সংঘর্ষের জেরে ভারতে যে চিনা পণ্য বয়কট শুরু হয়েছে, তার প্রভাব বাজারে পড়েছে বলে মনে করা হচ্ছে।

কলকাতা: সব মোবাইল কোম্পানিরই চেষ্টা, সস্তায় লেটেস্ট ফিচারের ফোন নিয়ে আসা। মোবাইলের বাজারের সিংহভাগই কয়েকটি চিনা কোম্পানির দখলে। গত ২ বছর এক নম্বরে ছিল শাওমি কিন্তু এবার দক্ষিণ কোরিয়ার স্যামসাং তাদের টপকে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, এ বছরের তৃতীয় ত্রৈমাসিকে স্যামসাংয়ের মার্কেট শেয়ার ২৪ শতাংশ। গত বছর তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় শাওমির মার্কেট শেয়ার পড়ে গিয়েছে, হয়েছে ২৩ শতাংশ। লাদাখে ভারত-চিন সংঘর্ষের জেরে ভারতে যে চিনা পণ্য বয়কট শুরু হয়েছে, তার প্রভাব বাজারে পড়েছে বলে মনে করা হচ্ছে। শেষ ২ বছর ভারতের মোবাইল বাজারের ১ নম্বর জায়গাটা ছিল শাওমির দখলে। স্যামসাংকে পিছনে ফেলে দেয় তারা। তবে মনে করা হচ্ছে, ফের শাওমি একে উঠে আসতে পারে, কারণ চলতি উৎসবের মরসুমে তাদের মোবাইল ভালই বিক্রি হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















