Sarada Scam:সারদাকাণ্ডে সিবিআইয়ের বকেয়া মামলায় তদন্তে রাজ্য পুলিশ!
বেআইনি অর্থলগ্নি মামলায় প্রায় সাত বছর ধরে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। যারমধ্যে অন্যতম চিটফান্ড সংস্থা সারদার বিরুদ্ধে তদন্ত। তবে সারদাকাণ্ডে এমন বেশ কিছু মামলা রুজু হয়েছে যেগুলির তদন্ত এখনও শুরুই করেনি সিবিআই। এবার সেই মামলাগুলির তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য পুলিশ।

সঞ্চয়ন মিত্র,কলকাতা: সারদাকাণ্ডে রুজু হওয়া যেসব মামলার তদন্ত সিবিআই শুরু করেনি, সেগুলোর তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য পুলিশ। আজ এই নির্দেশ দিল সাংসদ-বিধায়কদের বিশেষ আদালত।
বেআইনি অর্থলগ্নি মামলায় প্রায় সাত বছর ধরে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। যারমধ্যে অন্যতম চিটফান্ড সংস্থা সারদার বিরুদ্ধে তদন্ত। তবে সারদাকাণ্ডে এমন বেশ কিছু মামলা রুজু হয়েছে যেগুলির তদন্ত এখনও শুরুই করেনি সিবিআই। এবার সেই মামলাগুলির তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য পুলিশ।
সাংসদ-বিধায়কদের বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে। শুক্রবার বিধাননগরের ময়ূখভবনে বিশেষ আদালতে বেআইনি অর্থলগ্নি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। আদালতে তৃণমূল নেতা কুণাল ঘোষের আইনজীবী সওয়াল করেন, ২০১৪ সালে চন্দননগর থানায় দায়ের হওয়া সারদা সংক্রান্ত একটি মামলা সিবিআই নেয়নি।
ওই মামলায় সুদীপ্ত সেন, কুণাল ঘোষ-সহ ৮ জন অভিযুক্ত রয়েছেন। এরপরই গত ডিসেম্বরে সারদা কর্ণধার সুদীপ্ত সেনের লেখা একটি চিঠির উল্লেখ করেন কুণালের আইনজীবী।
সওয়াল শোনার পর বিশেষ আদালতের বিচারক নির্দেশ দেন, যেসব মামলার তদন্ত সিবিআই শুরু করেনি, সেগুলো এগিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য পুলিশ।






















