School Mock Drill: দেশজুড়ে যুুদ্ধকালীন নিরাপত্তার মহড়া, জরুরি অবস্থায় কী করবে স্কুল পড়ুয়ারা?
Mock Drill Update: পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় দেশজুড়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কলকাতা: পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। এর মধ্যেই দেশজুড়ে হল যুুদ্ধকালীন নিরাপত্তার মহড়া। হামলার হাত থেকে বাঁচতে কী কী সাবধানতা নিতে হবে, একাধিক স্কুলে (School Mock Drill) বিভিন্ন জায়গায় চলল মক ড্রিল।
একাত্তরের যুদ্ধের পর আবার বাজল সাইরেন। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পর প্রথমবার দেশ জুড়ে মহড়া হল বুধবার। বিমান হামলার সতর্কতা হিসাবে ব্যবহার করা হল সাইরেন। চলল জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজের মহড়া। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে প্রায় আড়াইশো জায়গায় হল মক ড্রিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে কী করা যাবে, আর কী করা যাবে না?
তার জন্য়ই হল মহড়া।
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় দেশজুড়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে, স্কুলে ক্লাস চলতে চলতে হঠাৎ বেজে উঠল সাইরেন। সতর্ক হয়ে গেল পড়ুয়ারা। আপৎকালীন পরিস্থিতিতে কী করবে স্কুল পড়ুয়ারা?
- এদিন মক ড্রিলে প্রথমে জোরে সাইরেন বাজানো হয়। এরপর বিপদ সংকুল জায়গা থেকে সরানো হয় তাদের।
- বিপদের আশঙ্কা করা হচ্ছে এমন একটা পরিস্থিতি কল্পনা করে বন্ধ করে দেওয়া সব আলো, সঙ্গে রাখা হয় প্রাথমিক চিকিৎসার সামগ্রী।
- পরিস্থিতির মোকাবিলা করতে কোনও কিছুর তলায় লুকিয়ে পড়তে হবে। জানলার থেকে দূরে, ডেস্কের নিচে লোকাতে হবে। মাথা বাঁচাতে ব্যবহার করতে হবে স্কুল ব্যাগ।
বিভিন্ন ধরনের আপৎকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। যেমন মিসাইল অ্যাটাক, বোমাবাজি। কীভাবে সাইরেনের আওয়াজ চিনবে এবং সেই সময় কী করবে, কী করবে না তা এদিন শেখানো হয় দেশের বিভিন্ন স্কুলে। পড়ুয়া ছাড়াও এদিন স্কুলের অন্যান্য কর্মীরাও মক ড্রিলে অংশ গ্রহণ করেন। নাক ফেটে গেলে, কেটে গেলে, ব্যান্ডেজ তৈরি সহ CPR- কীভাবে করতে হবে তাও শেখানো হয়।
১৯৭১ সালের পর ২০২৫। ৫ দশকের বেশি সময় পর ফের বেজে উঠল সাইরেন। নাগরিক সুরক্ষায় দেশজুড়ে হল মক ড্রিল। পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে 'অপারেশন সিঁদুর' অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাহওয়ালপুরে জৈশ-এর সদর দফতর থেকে ধ্বংসাবশেষ সরানোর নতুন ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ধ্বংসাবশেষের নিচ থেকে বেরিয়ে আসছে জঙ্গিদের মৃতদেহ।






















