School Service Commission Result: শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ স্কুল সার্ভিস কমিশনের, কীভাবে জানবেন ফল?
গত মাসের ২৮, ২৯ এবং ফেব্রুয়ারি মাসের ২ এবং ৩ তারিখ এই পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ফল প্রকাশ করল কমিশন
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: লিখিত পরীক্ষার ১৫ দিনের মধ্যেই প্রকাশিত স্কুল সার্ভিস কমিশনের ফল। সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল তারা। এদিন বিকেলের দিকে ফল প্রকাশ করেছে কমিশন। কীভাবে দেখবেন ফল?
১. প্রথমে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ঢুকতে হবে।
২. সাঁওতালি ভাষায় মেরিট লিস্টে ক্লিক করতে হবে।
৩. ওই লিঙ্কে ক্লিক করলে আরেকটা পেজ খুলবে।
৪. ওই পেজে গিয়ে বিষয়ের নাম, ভ্যাকেন্সি মিডিয়াম, ভ্যাকেন্সি ক্যাটাগরি, ভ্যাকেন্সি জেনডারে ক্লিক করলে আরেকটা পেজ খুলবে।
৫. ওই পেজে দেখা যাবে মেধাতালিকা।
গত মাসের ২৮, ২৯ এবং ফেব্রুয়ারি মাসের ২ এবং ৩ তারিখ এই পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ফল প্রকাশ করল কমিশন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন নিয়ম মেনে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, সাঁওতালি মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় ৫০০ শূন্যপদ রয়েছে। এই স্কুলগুলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের। তালিকায় আছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার সাঁওতালি মাধ্যম স্কুলগুলি।
গত ১২ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানায় সোমবার বিকেলে ফলপ্রকাশ হবে। সেই অনুযায়ী, এদিন ফল প্রকাশ হয়। আর সাঁওতালি ভাষায় শিক্ষিক নিয়োগের মধ্যে দিয়ে শিক্ষক নিয়োগের নতুন নিয়মকে কার্যকর করল কমিশন। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, যাদের নাম মেধাতালিকায় থাকবে সেই সব চাকরি প্রার্থীদের সুপারিশ পাঠিয়ে দেওয়া হবে। ওয়াকিবহল মহলের প্রশ্ন, জঙ্গলমহলের ভোটের দিকে তাকিয়েই কি রাতারাতি ফলপ্রকাশ?