এক্সপ্লোর
Advertisement
এবার নম্বর সেভ না করেই করতে পারবেন হোয়াটসঅ্যাপ, জেনে নিন পদ্ধতি
নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপ করার যেটা প্রথম পদ্ধতি, তা আপনি অ্যান্ড্রয়েড ও আইওএস- দুই ফোনেই ব্যবহার করতে পারবেন।
নয়াদিল্লি: ফোনে নম্বর সেভ না করে হোয়াটঅ্যাপ করা যায় না। গোটা বিশ্বে জনপ্রিয় এই চটজলদি মেসেজিং অ্যাপে এটা একটা সমস্যা। আপনি সবাইকে নিশ্চয় কন্ট্যাক্ট লিস্টে নিতে চাইবেন না, অথচ নাম, নম্বর সেভ না করলে তো হোয়াটসঅ্যাপ করা সম্ভব নয়। তাই জেনে নিন, কীভাবে নম্বর সেভ না করেই করবেন হোয়াটসঅ্যাপ।
কিছু থার্ড পার্টি অ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের সঙ্গে কোনও সম্পর্ক না করিয়েই যা মেসেজ পাঠাতে পারে। কিন্তু নিরাপত্তার কারণে সেই অ্যাপগুলি ডাউনলোড করা উচিত নয়, এর ফলে আপনার হোয়াসঅ্যাপ অ্যাকাউন্ট উড়েও যেতে পারে। তাই এই সব অ্যাপের থেকে দূরে থাকাই ভাল, হাজার হোক, আপনার স্মার্টফোন তো ফ্যালনা নয়।
নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপ করার যেটা প্রথম পদ্ধতি, তা আপনি অ্যান্ড্রয়েড ও আইওএস- দুই ফোনেই ব্যবহার করতে পারবেন। আপনাকে শুধু যে কোনও ব্রাউজারে কিছু সহজ নিয়ম পালন করতে হবে। প্রথমে ফোনের ব্রাউজার খুলুন। http://wa.me/xxxxxxxxxx এই লিঙ্কটি অথবা http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx লিঙ্ক অ্যাড্রেস বারে পেস্ট করুন। Xx xxxxxxxxxx-এর জায়গায় দিন আপনার কান্ট্রি কোড আর ফোন নম্বর। ধরুন আপনি মেসেজ করবেন + ৯১৯৯১১১১১১১১ নম্বরে। তাহলে লিঙ্কটি হয়ে যাবে http://wa.me/91991111111111। প্রথম দুটি নম্বর হল ভারতের কান্ট্রি কোড। এরপর ওই মোবাইল নম্বর। লিঙ্ক টাইপ করার পর তা খোলার জন্য এন্টার ক্লিক করুন।
এরপর আপনি প্রাপকের ফোন নম্বর ও সবুজ রঙের মেসেজ বাটন থাকা একটি হোয়াটসঅ্যাপ ওয়েবপেজ দেখতে পাবেন। সবুজ মেসেজ বাটনে ক্লিক করুন, হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করা হবে আপনাকে। এভাবে নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপ করতে পারবেন সহজে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement