Temple wall collapse : অক্ষয় তৃতীয়ায় উপচে পড়া ভিড়ে ধসে পড়ল ২০ ফুট দেওয়াল, মৃত্যুর পর মৃত্যু মন্দিরে
শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে সাড়ম্বরে পালিত হচ্ছিল চন্দনোৎসব। সেই সময় মন্দিরের ২০ ফুট লম্বা একটা অংশ ভেঙে পড়ে।

বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ: বিশাখাপত্তনমের মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের দেওয়াল ধসে পড়ে মৃত্যু হল ৭ জনের। আহত বহু। আজ অক্ষয় তৃতীয়া। শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে সাড়ম্বরে পালিত হচ্ছিল চন্দনোৎসব। সেই সময় মন্দিরের ২০ ফুট লম্বা একটা অংশ ভেঙে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয় এবং এখনও চলছে উদ্ধারকাজ।
বিশাখাপত্তনমের মন্দিরে বুধবার সকালে চন্দনোৎসব শুরু হয়। সেই সময় বহু ভক্ত উপস্থিত ছিলেন। হঠাৎ মন্দিরের ২০ ফুট লম্বা একটা অংশ ভেঙে পড়ে এবং অনেকে গুরুতর আহত হন। ঘটনাস্থলে এনডিআরএফ এবং এসডিআরএফ পৌঁছায়। উদ্ধারকাজ শুরু করে। অন্ধ্রপ্রদেশের মন্ত্রী বাংলাপুড়ি অনিতাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তিনি বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, সরকার দ্রুত উদ্ধার কাজ শেষ করার চেষ্টা করেছে।"
এসডিআরএফ জওয়ান কী বলেছেন -
এসডিআরএফ-এর এক জওয়ান জানিয়েছেন, "এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে আমরা অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলাম।" এই দুর্ঘটনাটি ঘটে ভোররাতে। সকাল ৩.৩০ টা থেকে ৪ টার মধ্যে । দুর্ঘটনার আগে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল। তার জেরেই মন্দিরের দেওয়াল দুর্বল হয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।
#WATCH | विशाखापत्तनम के स्वामी मंदिर में बड़ा हादसा, दीवार गिरने से 7 की मौत@aparna_journo | https://t.co/smwhXURgtc #Vishakhapatnam #AndhraPradesh #Stampede #ABPNews pic.twitter.com/zCDC01OEDH
— ABP News (@ABPNews) April 30, 2025
( আপডেট আসছে )






















